ভেনিসে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ২১

ছবি: বিবিসি
ইতালির ভেনিস শহরে ফ্লাইওভার থেকে একটি পর্যটকবাহী বাস খাদে পড়ে শিশুসহ ২১জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ অক্টোবর) স্থানীয় সময় সন্ধা ৭টা ৪৫মিনিটে উত্তর-পূর্ব ইতালির অঞ্চলের প্রধান শহর ভেনিসের সঙ্গে মেস্ত্রে জেলার সংযুক্ত ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। বাসটি ফ্লাইওভারের সেতুর রেলিং ভেঙে ১৫ মিটার নিচে পড়ে আগুন লেগে যায়।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে পাঁচজন ইউক্রেনীয়, একজন জার্মান এবং ইতালীয় চালক রয়েছেন বলে জানিয়েছে দেশটির কতৃপক্ষ। বাসটিতে ৩৯ জন যাত্রী ছিল।
ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি জানিয়েছেন, নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ভেনিসের মেয়র লুইগি ব্রুগনারো এ দুর্ঘটনাকে একটি "বিশাল ট্র্যাজেডি" হিসেবে উল্লেখ করে সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেছেন, ‘এটি একটি ভয়াবহ দৃশ্য, আমি বাকরুদ্ধ।
স্থানীয় গভর্নর জানিয়েছেন, দুই ছোট শিশুসহ আহত ১৫ জনের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে ইউক্রেনীয়, অস্ট্রিয়ান, স্প্যানিয়ার্ড এবং অন্যান্য বিদেশী পর্যটকরা রয়েছে।
স্থানীয় ফায়ার ব্রিগেড কমান্ডার গণমাধ্যমকে বলেছেন, ভেনিসের ঐতিহাসিক কেন্দ্র থেকে নিকটবর্তী মারঘেরা জেলার একটি ক্যাম্পসাইটে পর্যটকদের নিয়ে যাওয়ার জন্য স্থানীয় কোম্পানি বাসটি ভাড়া করেছিল। গাড়িটি একটি বৈদ্যুতিক ব্যাটারি এবং মিথেন গ্যাস দ্বারা চালিত। গ্যাস ট্যাঙ্কটি বিস্ফোরিত হয়ে ব্যাটারিতে আগুন লেগে দুর্ঘটনা ঘটতে পারে।
পুলিশ বলছে ঠিক কি কারণে বাসটি ফ্লাইওভার থেকে নিচে ছিটকে পড়ে তা এখনো স্পষ্ট নয়। টনাস্থলের কাছাকাছি সবগুলো সিসি ক্যামেরার থেকে ভিডিও দেখার চেষ্টা করছে পুলিশ।
স্থানীয় গনমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গাড়ি চালানোর সময় বাসের ড্রাইভার অসুস্থ হয়ে যেতে পারে। ফায়ার সার্ভিস কর্মীরা বুধবার সকালে ঘটনাস্থল থেকে বাসটিকে সরিয়ে নিয়েছে।
এদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাস দুর্ঘটনায় নিহতদের প্রতি ‘গভীর শোক ও দুঃখ’ প্রকাশ করেছেন।