হাসপাতালে ভর্তি কুয়েতের আমির

  • আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শেখ নওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ। ছবি : সংগৃহীত

শেখ নওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ। ছবি : সংগৃহীত

কুয়েতের আমির শেখ নওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহকে জরুরি স্বাস্থ্য সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা সূত্রে খবরটি নিশ্চিত করেছে রয়টার্স।

কুনা বুধবার (২৯ নভেম্বর) জানিয়েছে, ৮৬ বছর বয়সি আমিরের অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।

বিজ্ঞাপন

কুয়েতের এক কর্মকর্তার বরাত দিয়ে কুনা জানিয়েছে, ‘আমিরকে প্রয়োজনীয় চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’

তবে, ওই প্রতিবেদনে স্বাস্থ্য সমস্যা সম্পর্কে বিস্তারিত বলা হয়নি।

বিজ্ঞাপন

যাইহোক, শেখ নওয়াফ তার শাসনামলে মেডিকেল পরীক্ষা এবং অন্যান্য সমস্যার করণে বেশ কয়েকবার তার ডেপুটির কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন।

তিনি ২০২১ সালের মার্চ মাসে মেডিকেল পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেছিলেন।

প্রসঙ্গত, শেখ নওয়াফ তার সৎ ভাই শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহের মৃত্যুর পরে ২০২২ সালের সেপ্টেম্বরে শপথ গ্রহণ করেন।

শেখ নওয়াফ ক্ষমতা গ্রহণের আগে কয়েক দশক ধরে উচ্চ পদে ছিলেন। ২০০৬ সালে স্পষ্টভাবে উত্তরাধিকারী হিসেবে তার নামকরণ করা হয়।

তিনি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, যখন ১৯৯০ সালে ইরাকি সেনারা তেল সমৃদ্ধ কুয়েতে প্রবেশ করেছিল। সশস্ত্র গোষ্ঠীর চ্যালেঞ্জের মুখেও তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

শাসক আল-সাবাহ পরিবারের মধ্যে জনপ্রিয় এবং বিনয়ের জন্য তার খ্যাতি রয়েছে।