জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ, আগাম নির্বাচন ও জিম্মি ফিলিস্তিনিদের মুক্তির দাবিতে ইসরায়েলজুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ-সমাবেশ করেছে।

শনিবার (৬ এপ্রিল) কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগের পাশাপাশি জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবের রাজপথে নামেন হাজারো মানুষ। এ সময় ব্যানার ফেস্টুন হাতে ইসরাইলবিরোধী স্লোগান দেন তারা। এসময় তারা ইহুদি এই দেশটিতে আগাম নির্বাচনেরও দাবি জানান।

আন্দোলনের এক পর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে মরিয়া হয়ে ওঠে পুলিশ। এ সময় তাদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ও জল কামান নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। পাল্টা জবাবে, পুলিশের সংঘর্ষের লিপ্ত হন আন্দোলনকারীরা। এ সময় রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা।

বিজ্ঞাপন

আল জাজিরার প্রতিবেদক ইমরান খান, তেল আবিব থেকে রিপোর্ট করে বলেছেন, বিক্ষোভকারীদের বিশাল এই জনসমাগম নেতানিয়াহুর উপর অনেক চাপ সৃষ্টি করতে পারে।

ইসরায়েলি মিডিয়া তেল আবিবে নিরাপত্তা বাহিনী এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। সংঘর্ষের জেরে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। যদিও পুলিশ দ্রুত সেই আগুন নিভিয়ে ফেলে। এছাড়া বিক্ষোভকারীরা বেশ কয়েকটি গুলি করেছে বলেও জানা গেছে।