ফিলিপাইনের সমুদ্রসীমায় ‘দানব’ আকৃতির চীনা জাহাজ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘দানব’ আকৃতির চীনা জাহাজ, ছবি: সংগৃহীত

‘দানব’ আকৃতির চীনা জাহাজ, ছবি: সংগৃহীত

ফিলিপাইনের অর্থনৈতিক সমু্দ্রসীমার মধ্যে দানব আকৃতির জাহাজ নোঙর করেছে চীনা কোস্টগার্ড। এমনটিই দাবি করছেন ফিলিপাইনের কোস্টগার্ডের (পিসিজি) মুখপাত্র জে টেরিয়েলা।

শনিবার (৭ জুলাই) একটি সংবাদমাধ্যমকে টেরিয়েলা বলেন, ‘মঙ্গলবার (২ জুলাই) ১৬৫ মিটার দীর্ঘ চীনা জাহাজটি দক্ষিণ চীন সাগরে ম্যানিলার অর্থনৈতিক সমদ্রসীমার (২০০ নটিক্যাল মাইল) মধ্যে প্রবেশ করে। এসময় আমরা চীনা জাহাজকে সতর্ক করি এবং তাদের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাই।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘চীনা গোস্টগার্ড আমাদের ভীতি প্রদর্শন করতে চাচ্ছে। তবে আমরা সেখান থেকে পালিয়ে যাইনি, আমরা ভয়ও পাচ্ছি না।’

তিনি বলেন, পিসিজির জাহাজ থেকে ৮০০ গজ দূরে চীনা জাহাজটি নোঙর করা হয় এবং জাহাজ থেকে একটি বোটও পানিতে নামানো হয়।

বিজ্ঞাপন

এবিষয়ে তাৎক্ষণিকভাবে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত চীনা দূতাবাস ও চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য পাওয়া যায়নি।

সাম্প্রতিক সময়ে দক্ষিণ চীন সাগরের কিছু দ্বীপে ভূমি পুনরুদ্ধারের তোড়জোড় চালাচ্ছে। একই সঙ্গে সামরিক স্থাপনা বৃদ্ধি ও বিমান বাহিনী মোতায়েন করছে। বিষয়টি এই অঞ্চলজুড়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

চায়না সরকার দক্ষিণ চীন সাগরের বেশিরভাগ অংশকে তাদের নিজস্ব সম্পদ হিসেবে দাবি করে আসছে। বছরে প্রায় ৩ ট্রিলিয়ন ইউএস ডলারের বাণিজ্য হয় এই সামুদ্রিক রুটে। যদিও ২০১৬ সালে নেদারল্যান্ডসের হেগ ভিত্তিক স্থায়ী সালিশি আদালতের একটি রায় বলছে, চীন বিস্তৃত সামুদ্রিক দাবির আইনি কোনও ভিত্তি নেই।