বাইডেন সরে গেলে কমলা-ট্রাম্প দৌড়ে কে এগিয়ে
-
-
|

ছবি: সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচন থেকে সরে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এমন ঘোষণার মধ্যেই তার ডেপুটি কমলা হ্যারিস ডেমোক্র্যাটদের জন্য বাইডেনের বিকল্প প্রার্থী হিসেবে আবির্ভূত হচ্ছেন।
শীর্ষ ডেমোক্র্যাটরা বলছেন, হ্যারিসের নীতিগত অভিজ্ঞতা, স্বীকৃতি এবং মূল ভোটার গোষ্ঠীর সাথে সংযোগ করার ক্ষমতা তাকে রিপাবলিকান মনোনীত ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একজন আকর্ষণীয় প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছে।
তবে কী তিনি ৫৯ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে পারবেন? জো বাইডেনকে বাদ দিয়ে তাকে প্রার্থী করা উচিত?
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ডেমোক্র্যাটদের মধ্যে বিতর্কের পর সমালোচক, রাজনৈতিক পর্যবেক্ষকরা পরামর্শ দিয়েছেন বাইডেনকে প্রতিস্থাপন করা হলে এটি আরও ভাল হবে। কিন্তু তাকে যথেষ্ট শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে।
রাষ্ট্রপতি পদে তাদের প্রথম যে নামটি সবার সামনে এসেছে তিনি হলেন কমলা হ্যারিস। দেশটির নির্বাচন সংক্রান্ত জরিপগুলো বলছে তার প্রার্থিতা ডেমোক্রেটিক পার্টির জন্য একটি গেম-চেঞ্জার হতে পারে।
একাধিক জরিপ বলছে, সাবেক রাষ্ট্রপতি ট্রাম্পের বিরুদ্ধে ভাইস-প্রেসিডেন্ট বাইডেনের চেয়ে ভাল পারফর্ম করতে পারবেন। গত ২ জুলাই প্রকাশিত সিএনএন জরিপে দেখা যায়, ৪৫ শতাংশ ভোটার হ্যারিসের পক্ষে সমর্থন করেছেন, যেখানে বাইডেনের পক্ষে ছিলো মাত্র ৪৩ শতাংশ। তিনি বাইডেনের চেয়ে ৬ শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছেন।
একটি রয়টার্স/ইপসোস জরিপ বলছে, হ্যারিস স্বাধীন ভোটার এবং মহিলাদের সাথে বাইডেনের চেয়ে ভাল ফলাফল করেছেন।
তবে প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর বাইডেনের প্রচারণা টিমের অভ্যন্তরীণ সমীক্ষাও বলছে ট্রাম্পকে হারানোর ব্যাপারে বাইডেনের থেকে কমলা হ্যারিসের সম্ভাবনা বেশি। তারা মনে করেন, বাইডেন বাদ পড়লে এবং অন্যান্য ডেমোক্র্যাটরা একসঙ্গে হলে ভোটারদের মতামত পরিবর্তন হবে। বাইডেনের প্রচারণার ঘনিষ্ঠ একজন নির্বাচন বিশেষজ্ঞ মনে করেন হ্যারিস আরও ভোটারদের কাছে আবেদন করতে পারেন। তবে তিনি নিশ্চিত নন যে হ্যারিস একটি বড় পার্থক্য আনবেন কিনা।
তিনি মনে করেন, হ্যারিস তরুণ ভোটার এবং সংখ্যালঘুদের ভোট টানতে ভালো করেবেন। যা ডেমোক্র্যাটদের জন্য গুরুত্বপূর্ণ।
রোববার এনবিসি-এর মিট দ্য প্রেস চলাকালীন, কংগ্রেসম্যান অ্যাডাম শিফ (ডি-সিএ) রাষ্ট্রপতি বাইডেনকে পরামর্শ দিয়েছিলেন যে, হয় একটি দুর্দান্ত বিজয় নিশ্চিত করুন বা এটি করতে সক্ষম প্রার্থীকে মনোনয়ন প্রদান করুন। তিনি বলেন, কমলা হ্যারিস ট্রাম্পের বিরুদ্ধে ‘খুব ভালভাবে জয়লাভ করতে পারেন’।
গণতান্ত্রিক কৌশলবিদ এবং কমলা হ্যারিসের সাবেক যোগাযোগ পরিচালক জামাল সিমন্স ভাইস প্রেসিডেন্টকে ‘অবমূল্যায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করেছেন। বিবিসি-র সাথে একটি সাক্ষাৎকারে তিনি বলেন, হ্যারিস এমন একটি শক্তি যাকে গণনা করা উচিত, তিনি বাইডেনকে সমর্থন করছেন বা নিজেই টিকিটের নেতৃত্ব দিচ্ছেন। তিনি এমন একজন ব্যক্তি যাকে রিপাবলিকানদের বিরুদ্ধে প্রচারণায় গুরুত্ব সহকারে নেওয়া দরকার।
রিপাবলিকানরাও কমলা হ্যারিসের জো বাইডেনের স্থলাভিষিক্ত হওয়ার সম্ভাবনাকে স্বীকার করছেন। হ্যারিসকে "প্রবল" প্রার্থী হিসাবে উল্লেখ করে সিনেটর লিন্ডসে গ্রাহাম (আর-এসসি) বলেন, তার মনোনয়নের অর্থ হবে একটি ‘নাটকীয়ভাবে ভিন্ন খেলা’।
সূত্র: এনডিটিভি