২২ যাত্রী নিয়ে রাশিয়ায় হেলিকপ্টার নিখোঁজ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: রাশিয়ায় হেলিকপ্টার নিখোঁজ/সংগৃহীত

ছবি: রাশিয়ায় হেলিকপ্টার নিখোঁজ/সংগৃহীত

২২ জন যাত্রী নিয়ে রাশিয়ার একটি এমআই৮ হেলিকপ্টার নিখোঁজ হয়ে গেছে। এর মধ্যে ২৯ জন যাত্রী এবং তিনজন ক্রু।

শনিবার (৩১ আগস্ট) ভারতের টেলিভিশন চ্যানেল এনডিটিভি এ খবর জানায়।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, রাশিয়ার কামচটকা এলাকার গভর্নর ভ্লাদিমির সোলদভ টেলিগ্রামে চ্যানেলে জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার বিকেল ৪টা ১৫ মিনিটে রাশিয়ার কামচটকা উপত্যকা থেকে এমআই৮ হেলিকপ্টার নিখোঁজ হয়ে যায়। এতে তখন ২২ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ১৯ জন পর্যটক এবং ৩ জন ক্রু।

ভ্লাদিমির সোলদভ বলেন, শুক্রবার বিকেল ৪টা ১৫ মিনিটের সময় হেলিকপ্টারের ক্রুদের সঙ্গে হঠাৎ করে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

হেলিকপ্টারটি নিখোঁজ হয়ে যাওয়ার পর রাত ধরে উদ্ধারকর্মীরা উপত্যকার কাছাকাছি নদীকে ভিত্তি ধরে অনুসন্ধানের কাজ চালিয়ে যাচ্ছেন। এমআই৮ হেলিকপ্টার মূলত যাত্রী বহনের কাজে ব্যবহার করা হয়।

জানা গেছে, কামচটকা উপত্যকার প্রাচীন আগ্নেয়গিরি ভাচকাঝহেটসের কাছে সুন্দর দৃশ্যাবলি সম্বলিত এলাকা থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করে।

রাশিয়ার বার্তাসংস্থা তাস জানায়, হেলিকপ্টারটি উড্ডয়নের পর কোনো ত্রুটির কথা জানাননি ক্রুরা। তবে সে সময় স্থানীয় বিমানবন্দরে আবহাওয়া তেমন একটা ভালো ছিল না।

খবরে আরো বলা হয়, রাশিয়ার দূর পূর্ব অঞ্চলে প্রায়ই হেলিকপ্টার এবং উড়োজাহাজ দুর্ঘটনা ঘটে থাকে। ২০২১ সালের আগস্ট মাসে ১৬ জন যাত্রী নিয়ে একটি এমআই৮ হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এ ঘটনায় তখন ৮ জন নিহত হন।

এর আগে একই বছরের জুলাই মাসে একই এলাকায় ২২ জন যাত্রী নিয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। ৬ জন ক্রুসহ সবাই নিহত হন।