পাকিস্তানে ভূমিধসে একই পরিবারের নিহত ১২

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: পাকিস্তানে ভূমিধস/সংগৃহীত

ছবি: পাকিস্তানে ভূমিধস/সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুন প্রদেশে আপার ডির জেলায় ভূমিধসে একই পরিবারের ১২ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৯ জন শিশু। শুক্রবার (৩০ আগস্ট) ময়দান এলাকায় এ ভূমিধসের ঘটনা ঘটে।

এই নিয়ে জুলাই থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৮। এর মধ্যে ৪৩ শিশু, পুরুষ ২৬ এবং ১৯ জন নারী রয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (৩১ আগস্ট) প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) বরাত দিয়ে পাকিস্তানের জিও নিউজ এ খবর জানায়।

এ বিষয়ে খাইবার পাখতুন প্রদেশের ময়দান এলাকার অ্যাসিস্ট্যান্ট কমিশনার শহিদ আলি জিও নিউজকে বলেন, শুক্রবার এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এঘটনার পর ৫০ থেকে ৭০ জন পর্যটককে জাজ বান্দাতে ফিরে আসতে বলা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ডির-কুমরাট মহাসড়কের বারিকোট অবস্থা স্বাভাবিক করার তৎপরতা চলছে।

খবরে বলা হয়, জুলাই থেকে ভারী বর্ষণ এবং বন্যায় অন্তত ১শ ২৯ জন আহত হয়েছেন। আহত ১শ ২৯ জনের মধ্যে ৬১ জন শিশু, ৩৯ জন পুরুষ এবং ২৯ জন নারী রয়েছেন।

এ বৃষ্টিপাতে ২শ ৬০টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং আশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৬শ ৯৮টি বাড়ি।

এদিকে, শুক্রবার পাকিস্তানের আবহাওয়া অফিস এক ঘোষণায় জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সিন্ধু, উত্তরপূর্ব, দক্ষিণ বেলুচিস্তান, উত্তরপূর্ব পাঞ্জাব, পোতোহার অঞ্চল, ইসলামাবাদ, খাইবার পাখতুন, জিলজিট-বালিস্তান এবং কাশ্মিরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।