অপহৃত ৬ নাগরিকের মরদেহ গাজার টানেল থেকে উদ্ধার

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজার একটি টানেল থেকে অপহৃত ৬ জনের মরদেহ উদ্ধার করেছে ইসরায়েলের সেনাবাহিনী। এর মধ্যে ৫ জন ইসরায়েলি এবং একজন মার্কিন নাগরিক বলে জানা গেছে। এদের সবাইকে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা করার পর হামাস বন্দি করে নিয়ে যায়।

রোববার (১ সেপ্টেম্বর) ইসরায়েলের সেনাবাহিনী দ্য ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)-এর বরাত দিয়ে বিবিসি এ খবর জানায়।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, শনিবার গাজা উপত্যকার রাফাহ এলাকার একটি টানেলের ভেতর থেকে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি এক বিবৃতিতে জানান, ইসরায়েলে সেনাবাহিনী সেখানে পৌঁছানোর কিছু সময় আগে এই ৬ জনকে নির্মমভাবে হত্যা করা হয়।

এদিকে মার্কিন নাগরিক গোল্ডবার্গ পোলিনের হত্যার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শোক প্রকাশ করেছেন। অপহৃতদের স্বজনেরা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে অপহরণের দায় স্বীকার করার দাবি জানিয়েছেন।

এক বিবৃতিতে নিহতদের স্বজনেরা অভিযোগ করেন, হামাসের সঙ্গে দেরিতে যুদ্ধবিরতিতে পৌঁছানোর কারণেই তাদের স্বজনদের হত্যা করা হয়েছে।

নিহতদের স্বজনেরা রোববার জানিয়েছেন, তারা ইসরায়েলব্যাপী হরতাল ডাকার পরিকল্পনা করেছেন।

আইডিএফ থেকে জানানো হয়, নিহত ৬ জনের মরদেহ ইসরায়েলে আনা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা করে ১ হাজার ২শ জনকে হত্যা করে এবং ২শ ৫১ জনকে বন্দি করে নিয়ে যায়।