গাজায় বন্দুকধারীর গুলিতে ইসরায়েলের ৩ পুলিশ নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজা উপত্যকার পশ্চিম তীরে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীর গুলিতে ইসরায়েল পুলিশের ৩ সদস্য নিহত হয়েছেন।

রোববার (১ সেপ্টেম্বর) ইসরায়েলের সেনাবাহিনীর বরাত দিয়ে দ্য টাইমস অব ইসরায়েল এ খবর জানায়।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, রোববার ভোরে গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় পশ্চিম তীরের তারকুইমিয়া মহাসড়কে ইসরায়েলি পুলিশের গাড়ি লক্ষ্য করে অজ্ঞাত পরিচয় বন্দুকধারী গুলি করলে ৩ জন নিহত হন। নিহতদের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।

দ্য ম্যাগান ডেভিড অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, নিহতের একজনের বয়স ৩০ বছরের কোঠায়, আরেক নারীও রয়েছেন। তার বয়সও ৩০ বছরের কোঠায় এবং একজনের বয়স ৫০ বছরের কোঠায়।

খবরে বলা হয়, ইসরায়েলে পুলিশদের লক্ষ্য করে বন্দুকধারী গুলি করে পালিয়ে যান।

ইসরায়েলের পুলিশ কমিশনার ড্যানি লেভি সাংবাদিকদের বলেছেন, নিহতরা পশ্চিম তীর জেলায় কর্মরত ছিলেন।