মস্কোসহ রাশিয়ায় রাতভর ইউক্রেনের ড্রোন হামলা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: মস্কোসহ রাশিয়ায় রাতভর ইউক্রেনের ড্রোন হামলা/সংগৃহীত

ছবি: মস্কোসহ রাশিয়ায় রাতভর ইউক্রেনের ড্রোন হামলা/সংগৃহীত

রাজধানী মস্কোসহ রাশিয়ায় রাতভর ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।

এ ড্রোন হামলায় রাশিয়ার একটি তেল শোধনাগারে আগুন ধরে যায় বলে জানা যায়। তবে এ সব হামলায় আর কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

রাশিয়া দাবি করেছে, রাশিয়া অভিমুখে চালানো সব ড্রোন হামলা প্রতিহত এবং তা ধ্বংস করা হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানায়, রাশিয়ার ১৫টি অঞ্চলকে লক্ষ করে ইউক্রেন রাতভর ১শ ৫৮টিরও বেশি ড্রোন হামলা চালায়। এর মধ্যে মস্কোর উপকণ্ঠও রয়েছে।

রাশিয়ার সেনাবাহিনী দাবি করেছে, সবগুলো ড্রোন ধ্বংস করা হয়েছে।

মস্কোর মেয়র সার্গেই সোবিয়ানিন বলেছেন, ইউক্রেনের ড্রোন হামলায় মস্কোর একটি তেল শোধনাগারের দুটি কারিগরি রুমে আগুন ধরে যায়।

সোবিয়ানিন বলেন, মস্কো এবং এর উপকণ্ঠ লক্ষ করে ১১টি ড্রোন হামলা চালায় ইউক্রেন।

রাজধানী মস্কো থেকে ৭৫ মাইল দূরে (১শ ২০ কিলোমিটার) দূরে টেভর অঞ্চলের কোনাকোভো বিদ্যুৎকেন্দ্রে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।
টেভর অঞ্চলের মেয়র ইগর রুডেনিয়া জানান, কোনাকোভস্কি জেলাতেও হামলা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।

এদিকে, মস্কো অঞ্চলের স্থানীয়রা জানিয়েছেন, কাশিরা বিদ্যুৎকেন্দ্রেও রাতে ড্রোন হামলা হয়। তবে সেখানে আগুন ধরেনি এবং কোনোধরনের ক্ষয়ক্ষতিও হয়নি। হামলার বিষয়ে কিয়েভ কোনো মন্তব্য করেনি।