১৫১ আফগান অভিবাসী পরিবারকে ফেরত পাঠালো ইরান-পাকিস্তান

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: আফগান অভিবাসী পরিবারকে ফেরত পাঠালো ইরান-পাকিস্তান/সংগৃহীত

ছবি: আফগান অভিবাসী পরিবারকে ফেরত পাঠালো ইরান-পাকিস্তান/সংগৃহীত

শরণার্থী হিসেবে আশ্রয়গ্রহণকারী ১শ ৫১টি আফগান পরিবারকে একদিনেই নিজ দেশে ফেরত পাঠিয়েছে পাকিস্তান ও ইরান।

রোববার (১ সেপ্টেম্বর) আফগানিস্তানের বার্তাসংস্থা বখতিয়ার নিউজ এজেন্সির বরাত দিয়ে আমু টিভি এ খবর জানায়।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, শনিবার (৩১ আগস্ট) ৬৯টি পরিবারকে পাকিস্তান থেকে এবং ৮২টি পরিবারকে ইরান থেকে আফগানিস্তানে ফেরত পাঠানো হয়েছে।

এর মধ্যে পাকিস্তান থেকে ৩১টি পরিবার আফগানিস্তান সীমান্ত তোরখাম এবং ৩৮টি পরিবার স্পিন বলডাক সীমান্ত ক্রসিং দিয়ে আফগানিস্তানে প্রবেশ করে।

এছাড়া ইরান থেকে ৪৮টি পরিবার নিমরোজের সিল্কপথ দিয়ে এবং ৩৪টি পরিবার হেরাত প্রদেশের ইসলাম কালা দিয়ে আফগানিস্তানে ফিরে আসে।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)-এর কমিশনার জানিয়েছেন, ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত ৬ লাখ ৮৩ হাজার শরণার্থী পাকিস্তান থেকে আফগানিস্তানে ফেরত এসেছেন।

২০২৩ সালের অক্টোবর পাকিস্তান সরকার নথিভুক্ত নয় এবং অবৈধ আফগান শরণার্থীদের তাদের নিজদেশে ফেরত পাঠানোর ব্যাপারে নীতি গ্রহণ করে।