শানশান টাইফুনের আঘাতে জাপানে নিহত ৭

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: শানশান টাইফুনের আঘাত/সংগৃহীত

ছবি: শানশান টাইফুনের আঘাত/সংগৃহীত

সামুদ্রিক ঝড় ‘শানশান’ টাইফুনের রূপ নিয়ে জাপানে আঘাত হানলে ৭ জন নিহত হয়েছেন। এছাড়াও জাপানের উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

টাইফুন আঘাত হানার পর জাপানের আবহাওয়া সংস্থা ভূমিধস, বন্যা এবং পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের নদীগুলিতে পানি বেড়ে যাওয়ার সতর্কতা জারি করে।

বিজ্ঞাপন

রোববার (১ সেপ্টেম্বর) যুক্তরাজ্যের বার্তাসংস্থা রয়টার্স জানায়, টাইফুনে জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ফুকুওকায় ৭ জন নিহত হয়েছেন।

খবরে বলা হয়, রোববার প্রশান্ত উপকূলের মধ্য জাপানে সামুদ্রিক ঝড় ‘শানশান’ টাইফুনে পরিণত হয়ে আছড়ে পড়লে ৭ জন নিহত হন। এ ছাড়াও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এরপর জাপানের আবহাওয়া সংস্থা ভূমিধস, বন্যা এবং নদীগুলির পানির উচ্চতা বেড়ে যেতে পারে বলে সতর্কবার্তা জারি করে।

সংস্থা জানায়, রেকর্ড পরিমাণ বৃষ্টির ফলে সৃষ্ট ঝড় বৃহস্পতিবার জাপানের দক্ষিণ উপকূলে আছড়ে পড়ে। এরপর জাপানের প্রশান্ত উপকূলে খারাপ আবহাওয়ার কারণে বৃষ্টি এবং মৌসুমী ঝড়ের সৃষ্টি হয়। এর সঙ্গে বৃষ্টি ও বিদ্যুৎ চমকাতে থাকে।

এদিকে, রোববার জাপানে টাইফুন শানশান আঘাত হানার পর কিছু শিনকানসেন বুলেট ট্রেন চলাচলের ক্ষেত্রে বিঘ্ন ঘটে। এছাড়া টোকিও-ওসাকা সার্ভিস কোনো কোনো অঞ্চলে সন্ধ্যা পর্যন্ত চলাচল স্থগিত করা হয়।

খবরে বলা হয়, রোববার ‘শানশান’-এর আঘাতে জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ফুকুওকায় ৭ জন নিহত হয়েছেন।