চীনের দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘ইয়াগি’, ফ্লাইট বাতিল

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চীনের হাইনান প্রদেশের দিকে অগ্রসর হচ্ছে সুপার টাইফুন ‘ইয়াগি’। আশঙ্কা করা হচ্ছে আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলের মধ্যেই এটি আঘাত আনতে পারে। এর প্রভাবে সকাল থেকেই সেখানে ঝড় ও ভারী বৃষ্টি হচ্ছে। এটি এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড় হিসেবে আঘাত আনতে যাচ্ছে। এমন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে দেশটি। ইতোমধ্যেই অঞ্চলটির ৪ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপন

বিবিসি জানায়, 'ইয়াগির' ভয়াবহতার আশঙ্কায় দ্বিতীয় দিনের মতো বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। বাতিল করা হয়েছে ফ্লাইট। 

চলতি বছরে এশিয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় হতে যাচ্ছে ইয়াগি। এর বাতাসের গাতিবেগ ঘণ্টায় ২৪৫ কিলোমিটার (১৫২ মাইল)।

আবহাওয়াবিদরা বলছেন, 'ইয়াগি'র প্রভাবে হাইনান এবং প্রতিবেশী গুয়াংডং প্রদেশে ব্যাপক ক্ষতি হতে পারে। 

চলতি সপ্তাহের শুরুর দিকে উত্তর ফিলিপাইনে আঘাত হানার পর থেকে দ্বিগুণেরও বেশি শক্তি নিয়ে শুক্রবার বিকেল হাইনান দ্বীপের ওয়েনচাং থেকে গুয়াংডং প্রদেশের লেইঝৌ পর্যন্ত চীনা উপকূলে ইয়াগি আছড়ে পড়বে। এরপর এটি ভিয়েতনাম ও লাওসে আঘাত হানবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।