নতুন মাওরি রানি পেল নিউজিল্যান্ড

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের মাওরি জনগোষ্ঠীর নতুন রানি হিসেবে অভিষিক্ত হয়েছেন এনগা ওয়াই হোনো ই তে পো পাকি । মাওরি রাজা তুহেইশিয়ার শেষকৃত্যানুষ্ঠানে বাবার স্থলাভিষিক্ত হন নতুন রানি এনগা।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সংবাদসংস্থা ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, সদ্যপ্রয়াত মাওরি রাজা তুহেইশিয়ার মৃত্যুর পর তার একমাত্র মেয়েকে রানি হিসেবে স্থালাভিষিক্ত করা হয়েছে। ২৭ বছর বয়সী রানি এনগা এর স্থলাভিষিক্ত হওয়াকে ‘পরিবর্তনের নতুন প্রতীক’ বলে মনে করছেন মাওরি জনগোষ্ঠীর সদস্যরা।

স্থানীয় মিডিয়া জানিয়েছে, আগে প্রয়াত রাজার বড় ছেলেকে প্রথমে রাজা করার কথা ভাবা হয়েছিল। তবে গত কয়েক বছরে না ওয়াইয়ের নাম পরবর্তী রানি হিসাবে প্রাধান্য পায়। তাই ঐতিহ্যগত প্রথা ভেঙে নতুন রানিকে বেছে নিয়েছেন মাওরি প্রধানদের কাউন্সিল।

প্রসঙ্গত, মাওরিদের রাজা বা রানির হাতে কোনো আইনি ক্ষমতা নেই, এটা মূলত আলংকারিক পদ। তবে মাওরিদের মধ্যে রাজা ও রানির একটা প্রভাব আছে।