ক্যানসারমুক্ত হলেন ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কেট মিডলটন

কেট মিডলটন

ভিডিও বার্তায় সুখবর দিয়েছেন ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন। কেমোথেরাপি নেওয়ার মাধ্যমে তিনি ক্যানসারমুক্ত হয়েছেন।

সোমবার (৯ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় এই তথ্য জানিয়েছেন কেট নিজে। দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

ওই ভিডিও বার্তায় তিনি জানান, সুস্থ হওয়ায় আগামী কয়েক মাসের মধ্যে নির্দিষ্ট কিছু অনুষ্ঠানে যোগ দেবেন।

কেট মিডলটন আরও বলেছেন, “গত ৯ মাস আমার এবং পরিবারের জন্য ‘ভয়ংকর’ এবং ‘খুবই কঠিন’ সময় ছিল। প্রতিরোধমূলক কেমোথেরাপির মাধ্যমে ক্যানসার মুক্ত হওয়ায় এখন আমরা নির্ভার। এখন কীভাবে বাকি জীবন ক্যানসারমুক্ত থাকা যায় সেটির উপর নজর রাখবো। আর ক্যানসার থেকে পুরোপুরি মুক্তি পাওয়ার পথটি দীর্ঘ ও কঠিন হবে।”

উল্লেখ্য, চলতি বছরের ২৩ মার্চ তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছেন। ওই সময় তিনি বলেন, ‘এটি একটি বিশাল ধাক্কা হিসাবে এসেছে এবং উইলিয়াম যা যা করা দরকার করছে এবং পরিস্থিতিকে যেভাবে মোকাবিলা করা দরকার আমাদের এই কমবয়সী পরিবারের জন্য, তাই করছি’।