জাপানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন শিগেরু ইশিবা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শিগেরু ইশিবা

শিগেরু ইশিবা

জাপানের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শিগেরু ইশিবা (৬৭)। এর আগে তিনি দেশটির সাবেক প্রতিরক্ষা প্রধানের দায়িত্ব পালন করেছেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

বিবিসি জানায়, দেশটির পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। তাই দলটির আইনপ্রণেতারা শিগেরু ইশিবাকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন। 

প্রতিবেদন অনুযায়ী, আগামী ১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে পার্লামেন্টে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হবে।

গত দুই সপ্তাহ ধরে এলডিপির নেতৃত্বে আসতে প্রচারণা চালিয়েছেন ৯ জন প্রার্থী। শুক্রবার টোকিওতে নতুন নেতা নির্বাচনে ভোট দেন দলটির আইনপ্রণেতা ও আঞ্চলিক নেতারা। সেখানে ৭৩৬ ভোটের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কট্টরপন্থি জাতীয়তাবাদী নেতা তাকাইচিকে পরাজিত করেন ইশিবা।

কট্টর জাতীয়তাবাদী ও সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের শিষ্য হিসেবে বিবেচিত সানায় তাকাইচিকে পরাজিত করে দলের নেতা হয়েছেন ইশিবা (৬৭)। জয়ী হলে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হতেন তাকাইচি।