ইন্দোনেশিয়ায় সোনার খনিতে ধস, ১৫ জনের মৃত্যু

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশে একটি অবৈধ সোনার খনিতে ধসের ঘটনায় ১৫ জন মানুষের মৃত্যু হয়েছে। এঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৭ জন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) স্কাই নিউজ জানিয়েছে, ছোট আকারের এবং অবৈধ খনি হওয়ার ফলে ইন্দোনেশিয়ায় প্রায়শই এ ধরনের দুর্ঘটনা ঘটে। এমনকি খনিজ সম্পদ প্রত্যন্ত অঞ্চলে হওয়ার কারণেও কর্তৃপক্ষের পক্ষে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

প্রাদেশিক দুর্যোগ সংস্থার প্রধান ইরওয়ান এফেন্দি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধসের পর সোলোক জেলায় অবৈধ সোনার খনিটি ধসে পড়ে।

সড়কপথে চলাচলের অনুপযোগী ওই স্থানে পৌঁছাতে উদ্ধারকারীদের আট ঘণ্টা পথ পাড়ি দিতে হয়। ইরওয়ানের অনুমান অনুযায়ী, ঘটনার সময় খনিতে অন্তত ২৫ জন লোক ছিল।

তাদের মধ্যে ১৫ জন মারা গেছে, তিনজন আহত এবং সাতজন নিখোঁজ হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী শুক্রবার ভোরে নিখোঁজদের সন্ধানে তল্লাশি শুরু করেছে।