পাকিস্তানে দুর্বৃত্তের হামলায় নিহত ৭, অপহৃত ২০

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মুলতান জেলায় নির্মাণাধীন একটি ভবনে দুর্বৃত্তদের নির্বিচারে গুলিবর্ষণে ৭ জন শ্রমিক নিহত হয়েছেন। শনিবার রাতে পাঞ্জগুর শহরের খুদা-ই-আবাদান এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

অন্যদিকে, এ হামলার পর মুসাখেইল এলাকায় আরো ২০ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

রোববার (২৯ সেপ্টেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ, জিওনিউজ এবং দ্য ডন এ খবর জানায়।

দ্য ডন-এর খবরে বলা হয়, পাকিস্তানের মুলতানে নির্মাণাধীন একটি ভবনের কক্ষে শনিবার রাতে ঘুমাচ্ছিলেন শ্রমিকরা। তখন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা অটোমেটিক অস্ত্র দিয়ে নির্বিচারে গুলিবর্ষণ করলে ৭ শ্রমিক নিহত হয়েছেন।

এদিকে, হাসপাতাল থেকে জানানো হয়েছে, তারা ৭টি মৃতদেহ ও আহত একজনকে গ্রহণ করেছে।

এ বিষয়ে ইনস্পেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোয়াজ্জাম জহ আনসারি দ্য ডনকে জানান, হতাহতরা আবু বকরে নির্মাণাধীন ভবনে কাজ করতেন ও সেখানেই রাতে অবস্থান করতেন।

পাঞ্জগুর এলাকার এসএসপি ফজিল শাহ বোখারি জানিয়েছেন, হতাহতদের বাড়ি মুলতান জেলার শুজাবাদ এলাকায়।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ ঘটনার নিন্দা জানিয়েছেন এবং জানিয়েছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

২০ শ্রমিককে অপহরণ

অন্যদিকে, মুসাখেইল এলাকায় একটি গ্যাস কোম্পানিতে কর্মরত ২০ জন শ্রমিককে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা বন্দুকের মুখে অপহরণ করে নিয়ে যায়। এর আগে তারা ফাঁকা গুলি ছোড়ে।

শ্রমিকদের অপহরণ করে নিয়ে যাওয়ার সময় তারা ৮টি বুলডোজারে আগুন ধরিয়ে দেয় বলে দ্য নিউজ এ খবর জানায়।