সিরিয়ার রাজধানীতে ইসরায়েলের হামলা, নিহত ৩
-
-
|
![ছবি: সংগৃহীত](https://imaginary.barta24.com/resize?width=1280&quality=75&type=webp&path=uploads/news/2024/Oct/01/1727764999307.jpg)
ছবি: সংগৃহীত
সিরিয়ার রাজধানী দামাস্কাসে ইসরায়েলের হামলায় ৩ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন।
এদিকে, সিরিয়ার রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, ইসরায়েলের হামলায় তাদের একজন অ্যাংকরও নিহত হয়েছেন। তবে তিনি নিহত ওই ৩ জনের একজন নাকি ইসরায়েলের অন্য হামলায় নিহত হয়েছেন, তা উল্লেখ করেনি।
মঙ্গলবার (১ অক্টোবর) কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরা এ খবর জানায়।
খবরে বলা হয়, মঙ্গলবার সিরিয়ার রাজধানী দামাস্কাসে ইসরায়েলের হামলায় ৩ সাধারণ নাগরিক নিহত হয়েছেন।
অন্যদিকে, সিরিয়ার সরকারি বার্তাসংস্থা সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা) জানায়, ইসরায়েলের হামলায় টেলিভিশনের একজন অ্যাংকরও নিহত হয়েছেন।
টেলিভিশনের ফুটেজে দেখা যায়, অ্যাপার্টমেন্ট ঘেরা একটি রাস্তার ওপর গাড়িতে আগুন জ্বলছে। ইসরায়েলের হামলার বিষয়ে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
সোমবার লেবাননে ইসরায়েলের হামলায় অন্তত ৯৫ জন নিহত এবং ১শ ৭২ জন আহত হয়েছেন। মঙ্গলবার থেকে লেবাননে ইসরায়েল ব্যাপক আকারে হামলা শুরু করেছে।