হিজবুল্লাহর ২ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লেবাননে যুদ্ধবিমান থেকে হামলা চালিয়ে হিজবুল্লাহর দুই কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। নিহত দুই কমান্ডারের নামও উল্লেখ করেছে তারা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) যুক্তরাজ্যের বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানায়।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ (ইসরায়েল ডিফেন্স ফোর্সেস) দাবি করেছে, তারা বৃহস্পতিবার দক্ষিণ লেবাননে যুদ্ধবিমান থেকে হামলা চালিয়ে ইরান-সমর্থিত হিজবুল্লাহর দুইজন কমান্ডারকে হত্যা করেছে।

তারা হলেন, আহমাদ মোস্তফা আল-হজ আলী। তিনি হোউলা ফ্রন্টের কমান্ডার। তিনি উত্তর লেবানন থেকে ইসরায়েলে শত শত মিসাইল ও অ্যান্টি-ট্যাংক রকেট হামলার জন্য পরিকল্পনাকারী।

বিজ্ঞাপন

আইডিএফ আরো দাবি করেছে, দক্ষিণ লেবাননে আরেকটি হামলা চালিয়ে হিজবুল্লাহর অ্যান্টি-ট্যাংক ইউনিটের কমান্ডার মোহাম্মদ আলী হামদানকে হত্যা করেছে। নিহত ওই কমান্ডার দক্ষিণ লেবাননের মেইস এল-জাবেল এলাকা থেকে অ্যান্টি-ট্যাংক মিসাইল ছোড়ার জন্য দায়ী।

প্রসঙ্গত, চলতি বছরের ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননে স্থলপথে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এতে করে অনেক হতাহতের পাশাপাশি প্রায় ১২ লাখ লেবাননি নাগরিক বাড়িঘর ছেড়ে অন্য এলাকায় পালিয়ে গেছেন।

অন্যদিকে, হিজবুল্লাহ ৮ অক্টোবর থেকে ব্যাপকভাবে ইসরায়েল অভিমুখে মিসাইল হামলা করে আসছে।

জানা যায়, ইসরায়েলের হামলায় লেবাননে এ পর্যন্ত ২ হাজার ১শ ৪১ জন নিহত এবং ১ হাজার ৩শ জন আহত হয়েছেন।

এছাড়া ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় ৪২ হাজার নাগরিক নিহত এবং ৯৮ হাজার মানুষ আহত হয়েছেন।