লেবাননে ইসরায়েলি হামলায় আরও ৫১ জন নিহত
ইসরায়েলি সেনা ঘাঁটিতে মারাত্মক ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছে। রোববার (১৩ অক্টোবর) রাতে হাইফার দক্ষিণে একটি সেনা ঘাঁটিতে এ হামলা চালানো হয়। এ ঘটনার একদিন পর লেবাননে ইসরায়েলি হামলায় ৫১ জনের প্রাণহানির ঘটনা ঘটে।
সোমবার (১৪ অক্টোবর) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইসরায়েলের একটি ঘাঁটি লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় ৪ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৬০ জনের বেশি। গত এক বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর ড্রোন হামলা ছিল সবচেয়ে ভয়াবহ হামলার একটি।
এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা বলেছে, রোববার সারাদেশে ইসরায়েলি হামলায় অন্তত ৫১ জন নিহত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৯৬ জনে।
অপরদিকে, গাজায় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি স্কুলে ইসরায়েলি হামলায় ১৫ শিশুসহ ২২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও ১২৮ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
এ নিয়ে গাজা উপত্যকায় নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ২২৭ জনে। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৯৮ হাজার ৪৬৪ জন।