ইসরায়েলের হামলাকে ছোট করে দেখা 'ভুল' হবে: খামেনি

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইসরায়েলের হামলাকে ছোট করে দেখাও 'ভুল' হবে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

শনিবার (২৭ অক্টোবর) ইসরায়েলি বিমান হামলায় সশস্ত্র বাহিনীর চার সদস্য নিহতদের পরিবারের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেছেন। খবর আল জাজিরা।

বিজ্ঞাপন

আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, ইসরায়েলিরা এ হামলার প্রভাবকে বাস্তবে ছোট পরিসরে বললেও এটা অনেক বর ভুল। ইরানের অভ্যন্তরে তাদের যেকোনো পদক্ষেপকেই ছোট করে দেখানোও "ভুল" হবে।

তিনি বলেন, “আমাদের জন্য এটা বলা ভুল হবে যে এটা কিছুই ছিল না এবং এটা কোন ব্যাপারই না।”

বিজ্ঞাপন

“জায়নবাদী শাসকের ধারণা ভুল। ইরান এবং দেশটির যুব সম্প্রদায় এবং জাতির সম্পর্কে তারা জানে না। তারা এখনও ইরানি জাতির শক্তি, সক্ষমতা, উদ্যোগ এবং ইচ্ছাকে পুরোপুরি উপলব্ধি করতে পারেনি। আমাদের অবশ্যই তাদেরকে এটা বোঝাতে হবে।”- বলেন খামেনি। 

এ হামলার পর খামেনি এক্স-এ একটি হিব্রু অ্যাকাউন্টও খুলেছেন।

উল্লেখ্য, গতকাল শনিবার ভোরে তেহরান এবং পশ্চিম ইরানের কাছে ক্ষেপণাস্ত্র কারখানা এবং অন্যান্য স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে এক মেজরসহ চার সেনা নিহতের খবর জানিয়েছে ইরান।