লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৩

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননের নাবাতিহ গভর্নরেটে অবস্থিত একটি শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে তিনজনের মৃত্যু হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় আল জাজিরা।

বিজ্ঞাপন

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সিকে (এনএনএ) উদ্ধৃত করে আল জাজিরা জানায়, আজ সকালে নাবাতিহ শহরের ইয়াহমার আল-শাকিফ শহরে ইসরায়েল বিমান হামলা চালায়। এতে তিন লেবানিজ নিহত হয়। হামলায় দুটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। আরেকটি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

এর আগে মধ্যরাতের পরপরই শহরটির ডুইর অঞ্চলে আরেকটি আক্রমণ চালায় ইসরায়েল। এতে একটি বাড়ি ধ্বংস হয়ে যায়। কিন্তু কোন নিহতের ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত বছরের ৮ অক্টোবর থেকে লেবাননে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৫৬ জন। এছাড়া ১২ হাজার ৩৬০ জন লেবানিজ নাগরিক আহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন দেশটির ৮৫ শতাংশ মানুষ।