সিরিয়ার আলেপ্পোতে বিদ্রোহীদের হামলা, বিমানবন্দর বন্ধ ঘোষণা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিরিয়ার দ্বিতীয় বৃহৎ শহর আলেপ্পোতে প্রবেশ করেছে দেশটির সরকার বিরোধী সশস্ত্র বিদ্রোহীরা। শুক্রবার (২৯ নভেম্বর) রাতে যুক্তরাজ্য ভিত্তিক নজরদারি গোষ্ঠী সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, বিদ্রোহী গোষ্ঠী শহরের প্রায় অর্ধেকের বেশি অংশ দখলে নিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ২০১৬ সালে বিদ্রোহীদের আলেপ্পোকে থেকে সরিয়ে দেয় সিরিয়ান সেনাবাহিনী। দীর্ঘ ৮ বছর পর আবার আজ আবারও সেখানে প্রবেশ করেছে তারা।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে আলেপ্পো বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস লক্ষ্য করে কামান হামলার ঘটনা ঘটে। দেশটির সরকার জানিয়েছে, এতে চারজনের মৃত্যু হয়েছে। তবে বিদ্রোহীরা চার শিক্ষার্থীর মৃত্যুকে ‘মিথ্যা তথ্য’ হিসেবে দাবি করেছে। বিদ্রোহীদের মুখপাত্র বলেছেন, এটি সরকারের ভিত্তিহীন মিথ্যা।

গত বুধবার সিরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করে বিদ্রোহীরা। তারা প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে চায়। প্রেসিডেন্ট বাশার ২০০০ সাল থেকে সিরিয়ার ক্ষমতায় রয়েছেন। ২০১৬ সালে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনী ক্ষমতা দখলের পর বিদ্রোহী গোষ্ঠী এতদিন ধরে হামলা চালিয়ে আসলেও আলেপ্পোতে পৌঁছাতে পারেনি। কিন্তু এবার তারা আসাদ বাহিনীকে হটিয়ে আলেপ্পোর বড় এলাকা দখল করেছে।

বিজ্ঞাপন

এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্রোহীরা আলেপ্পোতে পৌঁছানোর খবর পেয়েছে সিরিয়ার কর্তৃপক্ষ আলেপ্পো এয়ারপোর্টসহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দিয়েছে। সরকারি নির্দেশে মঙ্গলবার বিকেলে আগামী ৪৮ ঘণ্টার জন্য সব ধরনের ফ্লাইট স্থগিত করে বন্দর কর্তৃপক্ষ।

দেশটির সংশ্লিষ্ট বিভাগের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, সরকারি সেনারা বিমানবন্দরটির সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব না নেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।