পাকিস্তানে ১০ দিনের সহিংসতায় নিহত ১২৪

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাকিস্তানের এক প্রদেশে দুটি গ্রুপের মধ্যে চলমান সহিংসতায় এখন পর্যন্ত মোট ১শ ২৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া এ সহিংসতায় আহত হয়েছেন আরো ১শ ৭৮ জন।

শনিবার (৩০ নভেম্বর) পাকিস্তানের টিভি চ্যানেল জিওটিভি এ খবর জানায়।

বিজ্ঞাপন

খবরে পুলিশের বরাত দিয়ে জানানো হয়, পাকিস্তানের খাইবার পাখতুন প্রদেশের কুররাম জেলায় দুটি গ্রুপের মধ্যে ১০ দিন ধরে সহিংসতা চলছে। এ ঘটনায় শনিবার পর্যন্ত নিহতের সংখ্যা ১শ ২৪ জনে উন্নীত হয়েছে এবং আহত হয়েছেন অন্তত ১শ ৭৮ জন।

এ সহিংসতার কারণে কুররাম অঞ্চলে যোগাযোগ বন্ধ রয়েছে। সেইসঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ রাখা হয়েছে। এছাড়া মোবাইল ফোনের নেটওয়ার্ক ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে ডেপুটি কমিশনার মেহসুদ জানান, যুদ্ধবিরতির অগ্রগতির বিষয়ে তারা আশাবাদী।

জেলা প্রশাসন জানায়, পেশাওয়ার ও পরাচিরনারের মধ্যে মহাসড়ক বন্ধ থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

ডেপুটি কমিশনার জাভেদ উল্লাহ মেহসুদ জানান, চলমান সহিংসতায় জড়িত দুই পক্ষের প্রতিনিধিদের নিয়ে আলোচনা চলমান।

তিনি বলেন, আমরা আশাবাদী যে, দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির ঘটনা ঘটবে এবং সড়ক যোগাযোগ ফের চালু করা সম্ভবপর হবে।