সোমালিয়ায় আইএসের ওপর যুক্তরাষ্ট্রের হামলা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সোমালিয়ায় আইএসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে অনেক অনেক আইএস যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (১ ফেব্রুয়ারি) গলিস পর্বতমালায় এই হামলা চালানো হয়।

বিজ্ঞাপন

ট্রুথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, এই হত্যাকারীদের আমরা গুহায় লুকিয়ে থাকতে দেখেছি, তারা যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্রদের জন্য হুমকি ছিল।

মার্কিন হামলা তাদের লুকিয়ে থাকার গুহাগুলো ধ্বংস করেছে। বহু আইএস যোদ্ধা নিহত হয়েছে। তবে বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি বলেও দাবি করেছেন ট্রাম্প।

বিজ্ঞাপন

সোমালিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, প্রেসিডেন্ট হাসান শেখ মহমুদ বিমান হামলার বিষয়ে অবগত হয়েছেন। তিনি এক্সে লিখেছেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের যৌথ লড়াইয়ে যুক্তরাষ্ট্রের অবিচল সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, এতে বহু জঙ্গি নিহত হয়েছে। তবে কোনো বেসামরিক ব্যক্তি আহত হয়নি।

সূত্র: রয়টার্স