ই-ভিসা আবেদনকারীদের বাড়তি সুবিধা দিচ্ছে থাই দূতাবাস

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশে চলতি বছরের জানুয়ারিতে ই-ভিসা সেবা চালুর পর থাই ই-ভিসার চাহিদা বেড়েছে। থাই ই-ভিসা চালুর পর বাংলাদেশিদের জন্য নতুন করে যুক্ত করল বাড়তি সুবিধা দেশটি।

রোববার ( ২ ফেব্রুয়ারি) থাই দূতাবাসের পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের নাগরিকরা বিশেষ কয়েকটি ক্ষেত্রে এ বাড়তি সুবিধা পাবে।

যেসব বাড়তি সুবিধা পাবেন বাংলাদেশিরা

বিজ্ঞাপন

দ্রুত চিকিৎসা প্রয়োজন, এমন রোগী- কেমোথেরাপি, বড় অস্ত্রোপচার, ক্যান্সার চিকিৎসা এবং হৃদরোগ সংক্রান্ত রোগী। পাশাপাশি বিভিন্ন জটিলতা থাকা গর্ভবতী নারী ও শিশু। এসব রোগীর সঙ্গে একজন সদস্য যেতে পারবেন। আর বাড়তি কোন সদস্য যেতে চাইলে সাধারণ পদ্ধতিতে আবেদন করেও যেতে পারবেন।

আবার যারা জাতিসংঘের বিভিন্ন সংস্থার আয়োজিত সম্মেলন, সেমিনার ও কর্মশালার অংশগ্রহণ করতে চায়, তারা সহজেই এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে। পাশাপাশি অংশগ্রহণকারীরা চাইলে ইভেন্টের সম্ভাব্য তারিখ সম্পর্কে আগেই দূতাবাসকে ই-মেইল করতে পারবেন।

থাইল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্রীড়াবিদরাও একই সুবিধা পাবে।

এছাড়াও দূতাবাস আবেদন ও পেমেন্ট সিস্টেম উন্নত করতে কাজ করছে। আবেদনকারীরা যাতে কমপক্ষে ১০ কার্যদিবসে ভিসা প্রক্রিয়া শেষ করতে পারে এ বিষয়টা নিয়েও কাজ করছে থাই দূতাবাস।

উল্লেখ্য, গত ২ জানুয়ারি থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য ই-ভিসা সুবিধা চালু করে দেশটি। এর আগে গত ১৯ ডিসেম্বর থেকে বাংলাদেশের সরকারি পাসপোর্টধারীদের ই-ভিসা চালু করে থাইল্যান্ড। তারপর ২৪ ডিসেম্বর থেকে ঢাকার থাইল্যান্ড ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হয়।