দখলের হুমকির মধ্যেই পানামা গেলেন ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পর প্রথম বিদেশ সফরে পানামা গেলেন মার্কো রুবিও।

শনিবার (১ ফেব্রুয়ারি) পানামা পৌঁছান তিনি। ট্রাম্পের পানামা খাল দখলের অভাবনীয় হুমকির মধ্যেই পানামা সফর করছেন তিনি।

বিজ্ঞাপন

আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে কাজ করে পানামা খাল। যুক্তরাষ্ট্রের কন্টেইনার পরিবহনের ৪০ শতাংশই এই খালের মাধ্যমে হয়।

গত মাসে শপথ গ্রহণের পর প্রথম ভাষণেই পানামা খাল পুনরুদ্ধারের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। ১৯৯৯ সালের শেষের দিকে পানামা খাল হস্তান্তর করে যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন

শুক্রবার আবারও তিনি তার অবস্থান নিশ্চিত করেন। পানামা খাল দখলের জন্য সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা নাকচ করতে অস্বীকৃতি জানিয়েছেন ট্রাম্প। তার যুক্তি, চীনা বিনিয়োগের মাধ্যমে বেইজিং পানামা খালের আশপাশের বন্দরগুলোতে অত্যধিক প্রভাব বিস্তার করেছে। এই অঞ্চলের পাঁচ দেশের সফর শুরু করার পর, রুবিও রোববার পানামার কৌশলগত জলপথ পরিদর্শন করবেন এবং রাষ্ট্রপতি হোসে রাউল মুলিনোর সাথে দেখা করবেন বলে আশা করা হচ্ছে।

শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালের একটি কলামে মার্কো রুবিও লিখেন, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমার প্রথম বিদেশ ভ্রমণ আমাকে গোলার্ধের মধ্যেই রাখবে এটা কোনও কাকতালীয় ব্যাপার নয়।

কানাডা, মেক্সিকো এবং চীনের উপর ট্রাম্পের আরোপিত শুল্ক এবং প্রায় সমস্ত মার্কিন বৈদেশিক সাহায্য বন্ধ করে দেওয়ার পরেও রুবিওর এই মিশন এসেছে যা অনেক বেশি আক্রমণাত্মক বৈদেশিক নীতির ইঙ্গিত দেয়।