মেক্সিকো সীমান্তে যাচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ
-
-
|

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সফরে সোমবার (৩ ফেব্রুয়ারি) মেক্সিকো সীমান্তে যাচ্ছেন পিট হেগসেথ। এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা নীতির ইঙ্গিত দেয়।
ট্রাম্প তার অভিবাসন কর্মসূচি বাস্তবায়নে ক্রমবর্ধমানভাবে সেনাবাহিনীর দিকে ঝুঁকছেন। যার মধ্যে রয়েছে সীমান্তে অতিরিক্ত সেনা পাঠানো, অভিবাসীদের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তাড়িয়ে দেওয়ার জন্য সামরিক বিমান ব্যবহার করা এবং তাদের আশ্রয় দেওয়ার জন্য সামরিক ঘাঁটি ব্যবহার করা।
রোববার (২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হেগসেথ বলেন, প্রেসিডেন্ট সীমান্তের ১০০ শতাংশ কার্যকর নিয়ন্ত্রণ চান এবং আমরা তা পূরণ করবো।
গত সপ্তাহে ট্রাম্প ঘোষণা করেন যে, তিনি কিউবার গুয়ানতানামো বে-র মার্কিন নৌ ঘাঁটিতে ৩০ হাজার অভিবাসীকে আটক রাখার জন্য আটক কেন্দ্র সম্প্রসারণ করছেন। হোয়াইট হাউজের সীমান্ত উপদেষ্টা টম হোমান বলেন যে, তিনি আগামী ৩০ দিনের মধ্যে সেখানে অভিবাসীদের স্থানান্তর শুরু করার আশা করছেন।
এছাড়া, পেন্টাগন টেক্সাসের এল পাসো এবং ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে আটক থাকা ৫ হাজারের বেশি অভিবাসীকে বহিষ্কারের জন্য সামরিক বিমান সরবরাহ করছে।