সিরিয়ায় গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ১৫

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিরিয়ার উত্তরাঞ্চলে একটি গাড়িতে বোমা বিস্ফোরণে নারীসহ ১৫ জন নিহত হয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) এই বিস্ফোরণের এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

সংবাদ মাধ্যম বিবিসি জানায়, উত্তর সিরিয়ায় কৃষি শ্রমিক পরিবহনকারী একটি গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

সিরিয়ার সিভিল ডিফেন্স জানিয়েছে, আলেপ্পোর পূর্বে মানবিজ শহরের উপকণ্ঠে বিস্ফোরণে আরও ১৫ জন মহিলা আহত হয়েছেন। বিস্ফোরণে হতাহতরা কৃষি শ্রমিক। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এবং মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

এদিকে হামলার বিষয়টি এখনো পর্যন্ত কোনো সশস্ত্র গোষ্ঠী স্বীকার করেনি।

বিজ্ঞাপন

এর আগে শনিবার মানবিজ শহরের কেন্দ্রস্থলে একটি রাস্তায় বিস্ফোরণে দুই শিশু এবং নারীসহ ৪ জন নিহত হয়েছিলেন।