ট্রাম্পের বাড়তি শুল্কে টালমাটাল এশিয়ার শেয়ারবাজার

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কানাডা, মেক্সিকো ও চীনের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কের প্রভাব পড়ছে হংকং, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান এবং ভারতের পুঁজিবাজারে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) এশিয়ার শেয়ারবাজারে দেখা দেয় দরপতন। গত শনিবার ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার পর হংকংয়ের হাং সেং এর সূচক ২ শতাংশ পড়ে যায়। একইভাবে, দক্ষিণ কোরিয়ার পুঁজিবাজারের সূচক ৩ শতাংশ, জাপানের ১ দশমিক ৬ শতাংশ এবং ভারতের ০ দশমিক ৮১ শতাংশ পতন হয়।

বিজ্ঞাপন

সোমবার হংকং, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান এবং ভারতের শেয়ারবাজারেও দরপতন ঘটে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের শুল্ক আরোপের নেতিবাচক প্রভাব পড়বে ই-কমার্স বা অনলাইন ব্যবসার ওপরও।

হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তন আদতেই ঝড় তুলেছে বিশ্বজুড়ে। ক্ষমতায় ফিরেই জারি করছেন একের পর এক নির্বাহী আদেশ। ছুড়ে দিচ্ছেন শুল্ক আরোপের হুঁশিয়ারি। এরমধ্যেই কানাডা, মেক্সিকো এবং চীনের ওপর কড়া শুল্ক আরোপের ঘোষণাও দেয়া হয়েছে। এই পদক্ষেপের প্রভাব এরমধ্যেই দেখা যেতে শুরু করেছে বিশ্বজুড়ে।

শুল্ক আরোপের এই প্রতিযোগিতায় অন্যান্য মুদ্রার বিপরীতে ডলারের মান বেড়েছে। যদিও বিশ্লেষকরা বলছেন, আপাতত এই শুল্ক আরোপ মার্কিন অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা না দিলেও, মাস বা বছরের ব্যবধানে তা বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের অবস্থান নষ্ট করে দেবে। যা তাদের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলবে।

বিজ্ঞাপন