মার্কিন পণ্যে চীনের পাল্টা শুল্ক আরোপ
-
-
|

ছবি: সংগৃহীত
এবার যুক্তরাষ্ট্রের একাধিক পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এই ঘোষণা দেয় চীনের বাণিজ্য মন্ত্রণালয়। পাল্টাপাল্টি এই শুল্ক আরোপের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে।
এর আগে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা এবং মেক্সিকোর পণ্যের ওপর ২৫ শতাংশ এবং চীনা পণ্যের ওপর ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেন। সোমবার শেষ মুহূর্তে কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর শুল্ক আরোপ এক মাসের জন্য স্থগিত করলেও চীনা পণ্যের ক্ষেত্রে তা জারি রাখেন। ফলে আন্তর্জাতিক সময় মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত সব চীনা পণ্যের ওপর ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক কার্যকর হয়ে যায়।
ট্রাম্প্রের সিদ্ধান্তটি কার্যকর হওয়ার কয়েক মিনিটের মধ্যে যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতেও শুল্ক আরোপের ঘোষণা দেয় বেইজিং। মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র থেকে কয়লা আমদানির ক্ষেত্রে ১৫ শতাংশ এবং অপরিশোধিত তেল, খামারের সরঞ্জামাদি ও কিছু যানবাহন আমদানির ওপর শুল্ক আরোপ করা হবে। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্তটি কার্যকর হবে।
এর আগে কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের বিষয়ে ট্রাম্পের ঘোষণার পর বিশ্ব স্টক মার্কেটে মন্দা দেখা দেয়। ফলে বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের শঙ্কা তৈরি হয়।