কঙ্গোতে যুদ্ধবিরতি ঘোষণা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কঙ্গোতে যুদ্ধবিরতি ঘোষণা করেছে বিদ্রোহী সংগঠন এম-২৩। মধ্য আফ্রিকার দেশটিতে অন্তত ৯০০ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ‘মানবিক বিবেচনায়’ যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে বলে জানায় এই সশস্ত্র সংগঠন।

বিজ্ঞাপন

সোমবার জাতিসংঘ জানিয়েছে, গোমার রাস্তা থেকে কমপক্ষে ৯০০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে প্রকৃত মৃতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি হতে পারে। 

কঙ্গোতে আন্তর্জাতিক ত্রাণ সহায়তা নির্বিঘ্নে প্রবেশ ও হতাহত নিরসনে চরম আন্তর্জাতিক চাপের মুখে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে এম-২৩।

বিজ্ঞাপন

এর আগে গত সপ্তাহে কঙ্গোর দক্ষিণ-পূর্ব সীমান্তবর্তী বাণিজ্য শহর গোমা দখল করে সংগঠনটি। গোমায় প্রায় ২ লাখ মানুষের বাস। বিদ্রোহীরা কঙ্গোর অন্যান্য অঞ্চল দখলের চেষ্টা চালিয়ে যাবে জানালেও বাকাভু এলাকা থেকে অবস্থান প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।