১২ শিশুকে দেশে ফিরিয়েছে ইউক্রেন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাশিয়ায় জোরপূর্বক ধরে নেওয়া ১২ শিশুকে দেশে ফিরিয়ে এনেছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অফ স্টাফ অ্যান্ড্রি ইয়েরমাক সোমবার গভীর রাতে বিষটি নিশ্চিত করেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে আন্দ্রি ইয়েরমাক বলেন, ইউক্রেনের প্রেসিডেন্টের শিশুদের ফিরিয়ে আনার উদ্যোগের অংশ হিসেবে ১২ শিশুকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ইউক্রেন থেকে জোরপূর্বক ধরে নিয়ে যাওয়া শিশুদের ফিরিয়ে আনার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ফিরিয়ে আনা শিশুদের মধ্যে রয়েছে ১৬ ও ১৭ বছর বয়সী দুজন কিশোরীসহ আট বছর বয়সী এক মেয়েও ছিল। ইউক্রেনের পুনরেকত্রীকরণ মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুসারে, কিয়েভ এখন পর্যন্ত ৩৮৮ শিশুকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।

বিজ্ঞাপন

তবে ইউক্রেনোর ১২ শিশু ফিরিয়ে আনার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোন মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে এসব শিশু রাশিয়ার হাতে থাকে। যদিও যুদ্ধের শুরু থেকেই মস্কো ও কিয়েভ শিশুদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে বেশ কয়েকটি বিনিময় করেছে।

ইউক্রেনের দাবি যুদ্ধ শুরুর পর থেকে ১৯ হাজার ৫০০ এর বেশি শিশুকে পরিবারের সম্মতি ছাড়াই রাশিয়া ও রাশিয়ার অধিকৃত অঞ্চলে নিয়ে যাওয়া হয়েছে। এই অপহরণকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে ইউক্রেন।

রাশিয়া ইউক্রেনের এ দাবিকে ভিত্তিহীন বলেছে। দুর্বল শিশুদের রক্ষা করতে যুদ্ধক্ষেত্র থেকে স্বেচ্ছায় সরিয়ে নিচ্ছে বলে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়।