ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন নেতানিয়াহু

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের লক্ষ্যে যুক্তরাষ্ট্র সফরে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেলে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গাজায় অমানবিক আগ্রাসনের নির্দেশদাতার যুক্তরাষ্ট্র সফর নিয়ে এরইমধ্যে ব্যাপক সমালোচনা চলছে। যদিও এ সফরকে বিজয় হিসেবে দেখছেন নেতানিয়াহু।

অভিযোগ রয়েছে, ট্রাম্পের সঙ্গে আলোচনা করে ইসরাইলের মানচিত্র আরও বড় করার পরিকল্পনা করছেন নেতানিয়াহু।

দুই নেতার সাক্ষাতে গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে কি না, তা নিয়েও চলছে নানা জল্পনা-কল্পনা। কাতারের প্রধানমন্ত্রী দ্রুত এ বিষয়ে আলোচনার ওপর জোর দিচ্ছেন। আবার ইসরাইলের ডানপন্থি নেতাদের ক্রমাগত যুদ্ধ শুরুর চাপ বিষয়টিকে আরও জটিল করে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এরমধ্যেই ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিরতি বেশিদিন টিকবে না বলে মনে করেন তিনি। বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্য যুদ্ধবিরতি নিয়ে নেতিবাচক সিদ্ধান্তের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে।

এদিকে, ইরান ইস্যুতে বেশি জোর না দিয়ে মধ্যপ্রাচ্যে নিয়ন্ত্রণের জন্য ইসরাইলের সঙ্গে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন ইসরাইলের সরকারি এক কর্মকর্তা।

বিজ্ঞাপন