এবার নিজ দেশের নাগরিককেই গুলি করল বিএসএফ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এবার নিজ দেশের এক নাগরিককেই সীমান্তে গুলি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করা এক ভারতীয় যুবককে গুলি করে বিএসএফ। মঙ্গলবার বাংলাদেশ ভারত সীমান্তে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ভারতীয় নাগরিকের নাম আকতার জামাল রনি। তিনি একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে সোমবার বাংলাদেশে প্রবেশ করেন। পরদিন সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করলে তাকে গুলি করে বিএসএফ।

বিজ্ঞাপন

বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের মতে, যুবকের সঙ্গে এক নারীও ছিলেন। তিনি পাশের গ্রামে পালিয়ে যেতে সক্ষম হন। আহত যুবককে আগরতলার জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।