গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা জাতিগত নির্মূলের সামিল: জাতিসংঘ মহাসচিব

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনিদের স্থানান্তরিত করা ও গাজার উন্নয়নের ট্রাম্পের পরিকল্পনাকে ‘জাতিগত নির্মূল’ বলে আখ্যায়িত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। 

বুধবার (৫ ফেব্রুয়ারি) ডেইলি ট্রিবিউন এক প্রতিবেদেন এই খবর জানিয়েছে। 

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘ (ইউএন) মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন ফিলিস্তিনিদের স্থানান্তরিত করা এবং গাজার উন্নয়নে ট্রাম্পের পরিকল্পনা ‘জাতিগত নির্মূল’ হিসাবে পরিগণিত হবে।

গুতেরেস আরও বলেছেন,মার্কিন রাষ্ট্রপতির এই পরিকল্পনা চিরকালের জন্য একটি ফিলিস্তিনি রাষ্ট্রকে অসম্ভব করে তুলবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে একটি যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প তার প্রশাসন গাজা স্ট্রিপের দখল নেওয়ার ঘোষণা দেওয়ার পরপরই তিনি এই কথা বলেছেন।