বিয়ের নামে চীনাদের কাছে ৬২৯ পাকিস্তানি নারী বিক্রি!



আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ছয় শতকেরও বেশি পাকিস্তানি নারীকে চীনা পুরুষদের কাছে কনে হিসেবে বিক্রি করা হয়েছে। পাকিস্তানের তদন্তকারীরা এমন ৬২৯ নারীর একটি তালিকা তৈরি করেছে। দু বছর ধরে চীনে এসব নারীদের পাচার করা হয়।

মানবপাচারকারী চক্রকে গুড়িয়ে দেওয়ায় দৃঢ়প্রতিজ্ঞ পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ) তৈরি করেছে এ তালিকা। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এসোসিটেড প্রেসের এক প্রতিবেদনে এমনটি দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিক্রি হওয়া নারীরা শারীরিক ও যৌন অত্যাচারের শিকার। পাচার হওয়া নারীদের অনেককে পতিতাবৃত্তির সঙ্গে জড়াতে বাধ্য করা হয়, কারো কারো দেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গও বিক্রি করে দেওয়া হয়।

চলতি বছরের মে মাসে এফআইএ বিয়ে দেওয়ার নামে চীনে নারী পাচারের সঙ্গে জড়িত বেশ কয়েকজন চীনা ও পাকিস্তানি নাগরিককে আটক করেছে। ওই সময় লাহোরে একটি বাড়িতে অভিযান চালিয়ে নয়জন চীনা পুরুষ, এক নারীকে আটক করা হয়। তাদের চক্রের সঙ্গে জড়িত তিন স্থানীয়কেও আটক করা হয়, উদ্ধার করা হয় দুই কনেকে।
একই ধরনের অভিযানে পাচারকারীদের আটক করা হয় ফয়সালাবাদ, রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদ থেকে। মানবপাচারের শিকারদের অধিকাংশই দরিদ্র পরিবারের সদস্য।

পাকিস্তানি নারীদের বিয়ে দেওয়ার নামে যৌন নির্যাতন ও অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রির সঙ্গে চীনারা জড়িত-এমন অভিযোগ ওঠার পরপরই কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করে এফআইএ। তবে, চীনা মানবপাচারকারী চক্রান্তের বিরুদ্ধে চাইলেও কঠোর ব্যবস্থা নিতে পারছে না পাকিস্তানি তদন্ত সংস্থাটি।

মানবপাচারবিরোধী তদন্ত ও অভিযানের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাদের অনেকে বলেছেন, এমনটি হচ্ছে সরকারের ওপর থেকে চাপের কারণে। সরকারের ধারণা, চীনা নাগরিকদের ওপর কঠোর হলে বেইজিংয়ের সঙ্গে ইসলামাবাদের মধুর সম্পর্ক তিক্ত হয়ে উঠতে পারে।

এই অবস্থায় চলতি বছরের অক্টোবরে মানবপাচারের সঙ্গে অভিযোগ ওঠা ৩১ জন চীনা নাগরিককে খালাস দেয় পাকিস্তানের ফয়সালাবাদের এক আদালত। অভিযুক্তদের বিপক্ষে সাক্ষীর অভাবে আদালত তাদের ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়।

ওই মামলার সঙ্গে সম্পৃক্ত এক আদালত কর্মকর্তা ও তদন্তকারী পুলিশ জানায়, অনেক নারীই আদালতে সাক্ষী দিতে রাজি হয়নি, যদিও তারা এর আগে পুলিশের কাছে জবানবন্দি দিয়েছিলো। ভয় বা গোপনে অর্থ লেনদেনের কারণে তারা চুপ হয়ে গেছে।

এপি এক কর্মকর্তার নাম প্রকাশ না করে উদ্ধত করে, 'এসব মেয়ে বা নারীদের সহায়তা করতে কেউ এগিয়ে আসছে না। পুরো পাচারকারী চক্র তাদের কাজ করে যাচ্ছে আর নিজেদের নেটওয়ার্ক শক্তিশালী করছে। কর্তৃপক্ষ এটা নিয়ে গভীরভাবে ভাবছে না। প্রত্যেকেই বিষয়টি নিয়ে তদন্ত না করার জন্য চাপ দিচ্ছে। এ কারণে মানবপাচার বন্ধ হচ্ছে না।'

কর্মকর্তাদের অভিযোগের সত্যতার ইঙ্গিত মেলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেসির মে মাসে করা এক মন্তব্যে। তিনি বলেছিলেন, 'আমাদের মেয়েদের রক্ষা করতে হবে, একই সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কও রক্ষা করতে হবে।'

এদিকে মানবপাচার নিয়ে এপির প্রতিবেদনটি সত্য নয় বলে দাবি করেছে পাকিস্তানে চীনের দূতাবাস। দূতাবাস কর্তৃপক্ষ বলেছে, 'চীন সরকার বৈধ বিয়ে রক্ষা ও অপরাধ দমনে প্রতিজ্ঞাবদ্ধ। কেউ যদি আন্ত-সীমান্ত বিয়ের নামে পাকিস্তানে অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে, তাহলে চীন সরকার পাকিস্তান কর্তৃপক্ষের সঙ্গে থাকবে। পাকিস্তানি আইন অনুযায়ী অপরাধীদের দমন করতে সহায়তা করবে চীন।'

চীনের নিজস্ব তদন্ত সংস্থার অনুসন্ধানে মিথ্যে বিয়ের অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও দাবি করেছে চীনা দূতাবাস। দুরভিসন্ধিমূলক উদ্দেশ্যে মিথ্যা ছড়ানো হচ্ছে বলে দাবি করে চীনা দূতাবাস বলেছে, 'এটা পরিষ্কার যে কিছু সংবাদমাধ্যম আবারও ভালোভাবে অনুসন্ধান ছাড়াই ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ করেছে। এর উদ্দেশ্য খুবই সন্দেহজনক। আমরা কখনই গুটি কয়েক অপরাধীকে চীন ও পাকিস্তানের বন্ধুত্বের সম্পর্ককে খারাপ করার সুযোগ দেবো না।'

মিথ্যা না ছড়িয়ে দু দেশের সম্পর্কের ইতিবাচক দিক তুলে ধরতে সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে চীনা দূতাবাস কর্তৃপক্ষ।

   

লোকসভায় এনডিএ জোট ২২০টা আসনও পাবে না: কর্ণাটকের মুখ্যমন্ত্রী



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ভারতের কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেছেন, নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ (ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স) জোট জাতীয় সংসদের লোকসভায় ২শ ২০টা আসনও পাবে না।

বুধবার (২৪ এপ্রিল) ভারতের স্যাটেলাইট টিভি চ্যানেল এনডিটিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

সিদ্দারামাইয়া এবারের নির্বাচনে প্রধানমন্ত্রীর পদে নির্বাচন করবেন না জানিয়ে বলেন, আমার প্রার্থী না হওয়ায় ইন্ডিয়া ব্লক কোনো বেকায়দায় পড়বে না।

তিনি এমন সময় এ মন্তব্য করলেন যখন মাত্র আর দুদিন পর ২৬ এপ্রিল শুক্রবার দ্বিতীয় ধাপের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন কর্ণাটকের ২৮টি লোকসভা আসনের ২৪টিতে ভোটগ্রহণ করা হবে।

সিদ্দারামাইয়া বলেন, কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লক লোকসভায় ৪শটি আসনে বিজয়ী হওয়ার লক্ষ্য নিয়ে নির্বাচনে লড়ছে। তবে এনডিএ জোট ২শ ২০টি আসনও পাবে না। এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, নরেন্দ্র মোদি তার দেওয়া প্রতিশ্রুতি রাখেননি।

এ সময় এনডিটিভিকে তিনি বলেন, বিজেপি ও সাবেক প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার দল জনতা দলের (ধর্মনিরপেক্ষ) জোটে দেবগৌড়া একজন ‘অপবিত্র’।

 

;

হিজবুল্লাহ’র ৪০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ইসরায়েলের সেনাবাহিনী (আইডিএফ) বুধবার (২৪ এপ্রিল) জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ’র ৪০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

ইসরায়ের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘কিছুক্ষণ আগে আইডিএফের যুদ্ধবিমান এবং গোলন্দান বাহিনী প্রায় হিজবুল্লাহর ৪০টি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।’

রয়টার্স জানিয়েয়েছে, দক্ষিণ লেবাননের আইতা আল-শাবের আশেপাশে হিযবুল্লাহ’র অস্ত্রের গুদাম এবং অবকাঠামোতে ওই হামলা চালানো হয়েছে।

এর আগে ইসরায়েলের হামলার প্রতিশোধ নিতে মঙ্গলবার (২৩ এপ্রিল) ইসরায়েলের দুটি ঘাঁটিতে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ।

ইসরায়েলের ড্রোন হামলার প্রতিক্রিয়া হিসাবে তারা ওই হামলা চালিয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। ইসরায়েলের ওই ড্রোন হামলায় দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর এক যোদ্ধা নিহত হয়।

জবাবে মঙ্গলবার, হিজবুল্লাহ একরির উত্তরে দুটি ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালায়।

গ্রুপটি একটি বিবৃতিতে বলেছে, লেবাননে মঙ্গলবার ইসরায়েলের হামলায় ইরান-সমর্থিত ওই যোদ্ধা নিহত হন। ওই যোদ্ধা গাড়িতে করে যাওয়ার সময় ইসরায়েলের হামলার শিকার হন।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার মধ্যদিয়ে গাজা যুদ্ধের সূত্রপাত হওয়ার পর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের সেনাবাহিনীর মধ্যে প্রায় প্রতিদিনই আন্তঃসীমান্ত গুলি বিনিময় হচ্ছে।

এএফপি’র এক সাংবাদিক জানান, সীমান্ত থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে উপকূলীয় তায়ার নগরীর কাছে আবু আল-আসওয়াদ এলাকায় সর্বশেষ এ হামলার ঘটনা ঘটে।

সূত্রটি এএফপিকে জানায়, নিহত যোদ্ধা হিজবুল্লাহর বিমান প্রতিরক্ষা বাহিনীর একজন প্রকৌশলী ছিলেন।

লেবাননের রাষ্ট্রায়ত্ত জাতীয় বার্তা সংস্থা জানায়, ইসরায়েলি বাহিনী তার গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায়। এএফপি’র এক সাংবাদিক জানান, ওই ড্রোন হামলায় গাড়িটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।

খবরে বলা হয়, হিজবুল্লাহ সাম্প্রতিক সময়ে ইসরাইলি লক্ষ্যবস্তুতে তাদের রকেট হামলা জোরদার করেছে এবং রবিবার সন্ধ্যায় তারা ইসরাইলের একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে।

এএফপির পরিসংখ্যান অনুযায়ী, গত ৭ অক্টোবর থেকে লেবাননে ইসরায়েলের হামলায় কমপক্ষে ৩৭৭ জন নিহত হয়েছে। এদের বেশিরভাগই
হিজবুল্লাহ যোদ্ধা। তবে নিহতদের মধ্যে ৭০ জন বেসামরিক নাগরিকও রয়েছে।

এদিকে ইসরায়েল বলছে, তাদের দেশের সীমান্তে হিজবুল্লাহ গ্রুপের বিভিন্ন হামলায় ইসরায়েলের ১১ সেনা ও আটজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

;

প্লেনের দরজা খোলার জেরে বিশাল লোকসানে বোয়িং



স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

মাঝ আকাশে আলাস্কা এয়ারলাইন্সের বোয়িংয়ের উড়োজাহাজের দরজা খুলে যাওয়ার জেরে এবার বিপুল অংকের অর্থ লোকসান দিল বোয়িং। যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৩৪৩ মিলিয়ন মার্কিন ডলার লোকসানের কথা জানিয়েছে।

গত জানুয়ারিতে পোর্টল্যান্ডের ওরিগন থেকে রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যে আলাস্কা এয়ারলাইন্সের বোয়িং ম্যাক্স ৯ এর একটি অব্যবহৃত দরজা ভেঙে পড়ে। এই ঘটনায় আলাস্কা এয়ারলাইন্সের বৈমানিক উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করাতে সক্ষম হলেও বিশ্বজুড়ে বোয়িংয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।

এর ফলশ্রুতিতে বোয়িং তাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী উড়োজাহাজ উৎপাদনের কমিয়ে দেয়। এরই ফলে এ বছরের প্রথম প্রান্তিকে বিপুল অংকের অর্থ লোকসান দিতে বাধ্য হয় বোয়িং।

আলাস্কা এয়ারলাইন্সের ঘটনার পর যুক্তরাষ্ট্রের বিমান চলাচলকারী সংস্থা ১৭১টি বোয়িং ম্যাক্স ৭৩৭ উড়োজাহাজ গ্রাউন্ডেড করার নির্দেশ দিয়েছিল। এই ঘটনার জেরে বোয়িংয়ের প্রধান তাৎক্ষণিকভাবে ভুল স্বীকার করে শতভাগ স্বচ্ছতা বজায় রেখে সমস্যাটি সমাধানের আশ্বাস দিয়েছিলেন। তবে এতেও শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত বোয়িংয়ের প্রধান নির্বাহী পদত্যাগ করতে বাধ্য হন।

এই ঘটনার রেশ কাটতে না কাটতে সম্প্রতি বোয়িংয়ের এক সাবেক প্রকৌশলী ড্রিমলাইনার ৭৮৭ এর নির্মাণ ত্রুটি নিয়ে কথা বলেন। তিনি বিশ্বব্যাপী সব ড্রিমলাইনারের উড়োজাহাজ গ্রাউন্ডেড করার পরামর্শ দেন। এই ঘটনায় বোয়িংয়ের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্নবিদ্ধ হলো।

;

হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ সালমান



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে জেদ্দার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে।

বুধবার (২৪ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বারাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বাদশাহ সালমানের স্বাস্থ্য পরীক্ষার জন্য কয়েক ঘণ্টা লাগতে পারে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।

এর আগে, ২০২২ সালের মে মাসে শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৮৮ বছর বয়সী বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। ওই সময় তার কোলোনোস্কপি ও মেডিকেল পরীক্ষা করা হয়।

;