নতুন ৭১ প্রজাতির আবিষ্কার



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
নতুন প্রজাতির আবিষ্কার

নতুন প্রজাতির আবিষ্কার

  • Font increase
  • Font Decrease

পৃথিবীতে নতুন ৭১টি প্রজাতির আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। ক্যালিফোর্নিয়া একাডেমি অফ সাইন্সের গবেষকরা এ বছর এই ৭১টি প্রজাতির সন্ধান পান। যা নিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা সিএনএন একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

উদ্ভাবন হওয়া নতুন প্রজাতির মধ্যে রয়েছে ফুল, মাছ, কোরাল, মাকড়শা, সামুদ্রিক শামুক, পিঁপড়া এবং গিরগিটি। গবেষকরা জানায় নতুন প্রজাতির তিনটি মহাসাগরে, পাঁচটি গুহায় ও বনে এবং বাকিগুলো সমুদ্রের গভীরতম স্থানে পাওয়া গেছে।

নতুন উদ্ভাবন হওয়া এসব প্রজাতির ফলে পরিবেশ ও বাস্তুসংস্থান সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলে আশা ব্যক্ত করছেন বিজ্ঞানীরা।

এ বিষয়ে ক্যালিফোর্নিয়া একাডেমি অফ সাইন্সের প্রধান বিজ্ঞানী শ্যানন বেনেট বলেন, ‘কয়েক দশক ধরে অক্লান্ত পরিশ্রম করে পৃথিবীর সর্বাধিক পরিচিত এবং প্রত্যন্ত স্থানগুলোকে খোঁজার পরেও আমাদের মতো জীববৈচিত্র্য বিজ্ঞানীরা অনুমান করেছেন প্রকৃতির ৯০ শতাংশের বেশি প্রজাতি অজানা রয়ে গেছে।’

ওয়াকান্দা নামে একটি মাছ

তিনি আরও বলেন, ‘সমস্ত জীবন ব্যবস্থার আন্তঃসংযোগ আমাদের জলবায়ু সংকটের মুখে সম্মিলিত স্থিতিস্থাপকতা সরবরাহ করে। প্রতিটি নতুন আবিষ্কৃত প্রজাতির বাস্তুতন্ত্রকে আরও ভালোভাবে বুঝতে হবে। এদের সংরক্ষণে আমাদের কাজ করতে হবে।’

নতুন এসব প্রজাতির পাঁচটির বিবরণ দেওয়া হলো

১. ওয়াকান্দা নামে একটি মাছ

ওয়াকান্দা জাতির মাছটি কেবল হলিওডের মার্ভেল কমিক্স ছবি সুপারহিরো ব্ল্যাক প্যান্থারের বাড়ি হিসাবে উপস্থিত করা হয়। গবেষকরা বিশ্বাস করেন, তারা পানির নীচে একটি সংস্করণ পেয়েছে। সমুদ্রপৃষ্ঠের ২৬০ ফুট নীচে গোপনীয় শৃঙ্খলে মাছটিকে আবিষ্কার করেছেন তারা। এর আগে বিশেষজ্ঞরা ধারণা করতেন, এই প্রজাতির মাছটি তানজানিয়া উপকূলে ভারত মহাসাগরে অন্ধকার প্রবাল প্রাচীরগুলোতে বাস করে। স্থানীয় ভাবে এসব মাছকে টুইলাট জোন নামে পরিচিত।

২. বিপন্ন টিকটিকি এবং গেকোস

২০১৯ সালে একাডেমি রিসার্চ অ্যাসোসিয়েটস অ্যারোন বাউর, মাত্র ১৫টি গেকোস ও তিন জাতীয় গিরিযুক্ত টিকটিকি পেয়েছিল। যার সবকটি বিপন্ন প্রজাতির। বিপন্ন এসব প্রাণী সম্পর্কে বাউর বলেন, সময়মতো এই প্রজাতিগুলো সন্ধান করে তাদের জনসংখ্যার জন্য বৃদ্ধি না করলে আমরা তাদের খুব দ্রুত হারিয়ে ফেলবো। এছাড়া তাদের হুমকিসমূহ নির্ধারণ করা আমাদের মূল বিষয়। কর্মজীবন চলাকালীন, বাউর ২০৫ টিরও বেশি সরীসৃপ আবিষ্কার করেছেন।

বিপন্ন টিকটিকি এবং গেকোস

৩. সামুদ্রিক স্লাগস

সামুদ্রিক স্লাগস ছদ্মবেশে থাকে। এটি সদ্য আবিষ্কৃত একটি প্রজাতি ‘মাদ্রেলা অ্যাম্ফোরা’। দেখতে শামুকের ডিমের মতো।

ইনভারটিবারেট জুলজির একাডেমি কিউরেটরি টেরি গসলিনার বলেছেন, ‘আমরা সম্প্রতি জেনেটিক্সের মাধ্যমে নিশ্চিত হয়েছি যে, সমুদ্র স্লাগগুলো অন্যান্য প্রজাতির রঙ নকল করে। গসলিনার সামুদ্রিক স্লাগ সম্পর্কিত বিভিন্ন আবিষ্কারের জন্য পরিচিত।

সামুদ্রিক স্লাগস

৪. মুখরোচক ফুল

এ বছর একটি বিরল ফুল গাছের আবিষ্কার করা হয়েছে। এরা পরস্পরের সঙ্গে যোগাযোগ করে। ফুলগুলো গবেষকদের আঙ্গুলের চারদিকে ঘোরাফেরা করে। ট্রিম্বলিয়া আলটোপ্যারাইসেনসিস নামে সাদা রঙের ফুলটি একটি সুন্দর উদ্ভিদ। প্রায় একশ বছর আগে একবার ফ্রান্সোইস মেরি গ্লাজিউ নামে একজন বিখ্যাত উদ্ভিদবিজ্ঞানী এটি আবিষ্কার করেছিলেন। আধুনিক সময়ে গাছটিকে বাস্তবে বর্ণনা করার কঠিন ছিল।

একাডেমির উদ্ভিদবিদ্যালয়ের এমেরিটাস কিউরেটর ফ্র্যাঙ্ক আলমেদার সঙ্গে পিএইচডি শিক্ষার্থী রিকার্ডো প্যাসিফিকো বলেন, ‘মানুষ মনে করেন উদ্ভিদ চলাচল করতে পারে না, তবে তারা তা করে। পরিবেশগত পরিবর্তনের সঙ্গে সঙ্গে উদ্ভিদগুলো তাদের প্রয়োজনে স্থানান্তরিত হয়।’

মুখরোচক ফুল

ট্রিম্বলিয়া আল্টোপ্যারাইসেনিস ব্রাজিলের চাঁপাডা ডাস ভিডেইরোস ন্যাশনাল পার্কের গিরিখাতগুলোতে বাস করে।
এ বছর মাদাগাস্কারের জাতীয় উদ্যানের একটি নতুন প্রজাতিসহ মোট আটটি ফুলের গাছ পাওয়া গেছে।

৫. গভীর সমুদ্রের কোরাল

দূর থেকে চালিত যানবাহনগুলো গভীর সমুদ্র সমীক্ষার সময় কোরাল আবিষ্কার করতে এবং বুঝতে গবেষকদের সহায়তা করেছে। ক্যালিফোর্নিয়ার উপকূলে এনওএএ অভিযানে ক্রোমোপেক্সুরা কর্ডেলব্যাঙ্কেনসিস নামে একটি সুন্দর হলুদ কোরালের সন্ধান পাওয়া যায়।

একাডেমির ইনভার্টেবারেট প্রাণিবিদ্যা কিউরেটর গ্যারি উইলিয়ামস বলেন, ‘আমরা সমুদ্রের উপরের বিষয়গুলো জানি। কিন্তু গভীর সমুদ্রে বিষয়গুলো আমাদের অজানা দেখা যায়।’

গভীর সমুদ্রের কোরাল

সান ফ্রান্সিসকো উপকূল থেকে ৬০ মাইল দূরে কর্ডেল ব্যাংকের জাতীয় মেরিন অভয়ারণ্যে এ বছর দুটি নতুন বৈচিত্র্যময় কোরাল পাওয়া গেছে।

   

তীব্র ক্ষুধার মুখোমুখি বিশ্বের ২৮ কোটি মানুষ



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতার সংকট চরম পর্যায়ে পৌঁছেছে। অবস্থার অবনতি হয়ে বিপজ্জনক মাত্রায় তীব্র ক্ষুধার মুখোমুখি হয়েছে বিশ্বের ২৮ কোটি মানুষ। জাতিসংঘ সংস্থা এক প্রতিবেদনে এ বিষয়ে সতর্ক থাকার কথা বলেছে।

বুধবার (২৪ এপ্রিল) সংবাদ সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জাতিসংঘের প্রতিবেদনে সতর্ক বার্তায় বলা হয়েছে, দক্ষিণ সুদান, বুর্কিনা ফাসো, সোমালিয়া এবং মালির লোকেরা সম্ভবত ২০২৩ সালে তীব্রভাবে খাদ্য নিরাপত্তাহীনতা ভুগছে।

২০১৯ সালের শেষের দিকে যখন করোনাভাইরাস আঘাত হানে, তখন ৫৫টি দেশের ওপর বৈশ্বিক খাদ্য সংকট নিয়ে করা গবেষণায় দেখা যায়, প্রতি ছয়জনের মধ্যে একজন উদ্বেগজনক হারে খাদ্য সংকটে ভুগছিল। ঠিক পরের বছরই এ সংখ্যা পাঁচজনের মধ্যে একজনে চলে আসে।

২০২৩ সালে ৫৯টি দেশে প্রতি পাঁচজনের মধ্যে একজন তীব্র খাদ্য সংকটের মুখোমুখি হয়েছিল, যেখানে ২০১৬ সালে ৪৮টি দেশে ১০ জনের মধ্যে একজন খাদ্য সংকটে ভুগছিল।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) পরিচালক ডমিনিক বারজিন বলেছেন, ‘তীব্র খাদ্য সংকটের ফলে তীব্র ক্ষুধার সৃষ্টি হয়। এটি মানুষের জীবিকা ও জীবনের জন্য তাৎক্ষণিক হুমকির সৃষ্টি করে। এমন খাদ্য সংকটের কারণে বিভিন্ন দেশে দুর্ভিক্ষের সৃষ্টি হতে পারে এবং এতে ব্যাপক মৃত্যু হতে পারে।’

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লওিএফপি) এবং জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) এর যৌথ গবেষণায় দেখা গেছে, ২০২২ সালের তুলনায় গত বছর ১.২ শতাংশ বেশি মানুষ খাদ্য সংকটে ভুগছিল। করোনা মহামারির পর থেকে এ সংকট উল্লেখযোগ্যভাবে খারাপের দিকে যাচ্ছে। ২০২৩ সালে খাদ্য সংকট উদ্বেগজনকভাবে বেড়েছে।

বিশ্ব খাদ্য কর্মসূচির পরিচালক জিয়ান কার্লো সিরি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, গাজা এবং সুদানে খাদ্য সংকট চরমে পৌঁছেছে। এসব এলাকার মানুষ তীব্র ক্ষুধার কারণে ঘাস খাচ্ছে, ভিক্ষা করছে। যেখানে মানুষ স্পষ্টতই ক্ষুধায় মারা যাচ্ছে। তাদের বেশিরভাগই এখন নিঃস্ব।

ডব্লিউএফপির এ কর্মকর্তা বলেন, আমরা দিনে দিনে দুর্ভিক্ষ পরিস্থিতির কাছাকাছি চলে আসছি। শিশুদের মধ্যে অপুষ্টি ছড়িয়ে পড়ছে। আমরা অনুমান করছি, দুই বছরের কম বয়সী ৩০ শতাংশ শিশু এখন তীব্রভাবে অপুষ্টি এবং উত্তরাঞ্চলের জনসংখ্যার ৭০ শতাংশ তীব্র ক্ষুধার সম্মুখীন হয়েছে। দুর্ভিক্ষ মোকাবেলায় এখন প্রয়োজন খুব স্বল্প সময়ে খাদ্য সরবরাহ নিশ্চিত করা।

;

তিউনিসিয়া উপকূলে ১৪ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূল থেকে ১৪ অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) দেশটির জেরবা উপকূল থেকে এসব মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, বিদেশে পাড়ি দেওয়ার জন্য তিউনিসিয়া এবং এর প্রতিবেশী লিবিয়া অভিবাসীদের কাছে গত কয়েক বছরে বেশ জনপ্রিয় রুট হয়ে উঠেছে। ইউরোপে উন্নত জীবন যাপনের আশায় বিপজ্জনক ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছেন অভিবাসনপ্রত্যাশীরা। তিউনিসিয়ার জেরবার উপকূল থেকে ১৪ অভিবাসীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় গত দুই দিনে তিউনিসিয়ার উপকূলে মৃত অভিবাসীর সংখ্যা আরও বাড়ল।

নিহতদের মধ্যে বেশিরভাগই সাব-সাহারান আফ্রিকান দেশগুলো থেকে এসেছিল। এদের মধ্যে একজন মিশরীয় ব্যক্তিও ছিলেন। তার কাছে থাকা পাসপোর্টটি থেকে তার পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির মেডেনাইনের আদালতের প্রসিকিউটর ফেথি বাককুচে।

এদিকে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা জানিয়েছে, ২০২৩ সালে কেন্দ্রীয় ভূমধ্যসাগরীয় পথ অতিক্রম করার চেষ্টা করার সময় প্রায় ২ হাজার ৪৯৮ জন মারা গেছে বা নিখোঁজ হয়েছে। আগের বছরের তুলনায় এই সংখ্যা ৭৫ শতাংশ বেশি।

 

;

আন্তর্জাতিক বিমান পরিষেবা

বাংলাদেশ-পাকিস্তানকে বকেয়া রাজস্ব পরিশোধে আয়াটার আহ্বান



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আন্তর্জাতিক বিমান পরিষেবা প্রদানকারী কোম্পানিগুলোর জোট ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আয়াটা) বাংলাদেশ ও পাকিস্তানের কাছ থেকে মোট ৭২ কোটি ডলার রাজস্ব পাওনা রয়েছে বলে দাবি করেছে। দ্রুত এ রাজস্ব পরিশোধের জন্য উভয় দেশকে আহ্বান জানিয়েছে সংস্থাটি।

আয়াটার মতে, বাংলাদেশের কাছে ৩২ কোটি ৩০ লাখ ডলার এবং পাকিস্তানের কাছে ৩৯ কোটি ৯০ লাখ ডলার বকেয়া রয়েছে এই জোট ভুক্ত বিভিন্ন আন্তর্জাতিক বিমান পরিষেবা সংস্থার। এই রাজস্ব থেকেই সংস্থার বিভিন্ন ব্যয় নির্বাহ হয়ে থাকে, তাই রাজস্ব বকেয়া থাকায় পরিস্থিতি বর্তমানে গুরুতর পর্যায়ে পৌঁছে গেছে । এ অবস্থায় দ্রুত এই বকেয়া অর্থ পরিশোধে দুই দেশের সরকারকে তাগাদাও দেওয়া হয়েছে বলে জানিয়েছে আয়াটা।

আয়াটার এশিয়া-প্যাসিফিকের ভাইস প্রেসিডেন্ট ফিলিপ গোহ বলেছেন, পরিষেবা সংস্থাগুলোকে বিমান, ইঞ্জিন, খুচরা যন্ত্রাংশ, জ্বালানী খরচ, ওভারফ্লাইট ফি এর জন্য ইজারা সহ ডলার-নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হয়। তাই দীর্ঘদিন ধরে রাজস্ব বকেয়া থাকলে ব্যাপক সমস্যায় পড়তে হয় বিমান পরিষেবা কোম্পানিগুলোকে। এছাড়া রাজস্ব পেতে বিলম্ব হলে মুদ্রা বিনিময় হারের ওঠানামার কারণে কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিও থাকে।

তিনি আরও বলেন, আমরা বুঝতে পারি যে করোনা মহামারির পর থেকে বিভিন্ন দেশ বিদেশি মুদ্রার রিজার্ভ সংকটের কারণে ব্যাপক চাপে রয়েছে। বাংলাদেশ-পাকিস্তানও রয়েছে সেসব দেশের তালিকায়। কিন্তু আমরা নিরুপায়। কারণ চুক্তি অনুযায়ী রাজস্ব প্রদানে মাত্রাতিরিক্ত বিলম্ব করা (চুক্তির) প্রাথমিক শর্তের লঙ্ঘণ। যদি শিগগিরই রাজস্ব পরিশোধ না করা হয়, তাহলে এ দুটি দেশে পরিষেবা প্রদান সংকুচিত করতে বাধ্য হবে সংস্থাগুলো।

উল্লেখ্য, ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয় আয়াটা। সংস্থাটির সদর দপ্তর কানাডার মন্ট্রিয়ালে। এর অন্তর্ভূক্ত সংস্থাগুলো প্রতিদিন বিশ্বের মোট বিমানযাত্রীর ৮৩ শতাংশকে পরিবহন পরিষেবা দেয়। এই পরিষেবা বাবদ এই সংস্থাটিকে নির্দিষ্ট পরিমাণ রাজস্ব দিতে হয় দেশগুলোকে। রাজস্বের অর্থ দিয়ে পরিষেবা সংক্রান্ত বিভিন্ন ব্যয় নির্বাহ করে সংস্থাটি।

;

১৯৯৪ সালের বোমা হামলা

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেফতার করতে চায় আর্জেন্টিনা



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

১৯৯৪ সালের বোমা হামলার জন্য ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেফতার করতে চায় আর্জেন্টিনা। ৩০ বছর আগের সেই হামলায় ৮৫ জন নিহত হয়েছিল। এ বিষয়ে ইন্টারপোলকে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদির জন্য গ্রেফতারের নোটিশ জারি করতে বলেছে দেশটি।

বুধবার (২৪ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, আর্জেন্টিনার একটি আদালত ১৯৯৪ সালে বুয়েনস আইরেসের একটি ইহুদি সম্প্রদায় কেন্দ্রে হামলার জন্য ইরানকে দায়ী করার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই অনুরোধ জানিয়েছে। এছড়া ওয়াহিদীকে গ্রেফতার করতে পাকিস্তান ও শ্রীলঙ্কাকেও আহ্বান জানিয়েছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইন্টারপোল তথাকথিত ‘রেড নোটিশ’ জারি করেছে। যদিও একটি রেড নোটিশ সদস্য দেশগুলোতে পুলিশকে আন্তর্জাতিকভাবে ওয়ান্টেড পলাতকদের সম্পর্কে কেবল সতর্ক করে, এটি গ্রেফতারি পরোয়ানা গঠন করে না।

যার জন্য রেড নোটিশ জারি করা হয়েছে তাকে গ্রেফতার করতে ইন্টারপোল পুলিশকে বাধ্য করতে পারে না, গ্রেফতার করা হবে কিনা তা সদস্য দেশের সিদ্ধান্তের ওপর নির্ভর করে।


বিবিসি বলছে, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি-সহ ইরানি প্রতিনিধিদল বুধবার শ্রীলঙ্কায় পৌঁছেছেন। তবে, বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, শ্রীলঙ্কায় পৌঁছানোর পর স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদীকে প্রেসিডেন্টের সাথে যেতে দেখা যায়নি।

ইরানের সরকারি বার্তাসংস্থা জানিয়েছে, আহমেদ ওয়াহিদী মঙ্গলবার ইরানে ফিরে এসেছেন। তবে তাদের প্রতিবেদনে রেড নোটিশের কোনও উল্লেখ করা হয়নি।

বিবিসির ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৯৯৪ সালে বুয়েনস আইরেসের সাংস্কৃতিক কেন্দ্রে বোমা হামলাটি ছিল আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী হামলা। সেই সময় বিস্ফোরণে ৮৫ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছিল। ইরান অবশ্য সবসময়ই এই হামলার সঙ্গে কোনো সম্পৃক্ততা থাকার কথা অস্বীকার করেছে।

তবে গত ১১ এপ্রিল আর্জেন্টিনার কোর্ট অব ক্যাসেশন দেশের সর্বোচ্চ ফৌজদারি আদালত রায় দেয়, ইরান এই হামলার পরিকল্পনা করেছিল এবং ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ হামলাটি চালিয়েছিল।

আদালত এই হামলাকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ বলেও অভিহিত করেছেন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই রায় প্রত্যাখ্যান করে বলেছে, আদালত রাজনৈতিক লক্ষ্য ও উদ্দেশ্যের জন্য ভিত্তিহীন এ বিষয়কে প্রমাণিত করার চেষ্টা করছে।

;