ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া, ছবি: সংগৃহীত

ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া, ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

নতুন করে দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে পূর্ব এশিয়ার দেশ উত্তর কোরিয়া। সোমবার (২ মার্চ) দেশটির পূর্ব উপকূল থেকে জাপান সাগরের দিকে ক্ষেপণাস্ত্র দুটি পরীক্ষা করা হয়।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, উত্তর কোরিয়ার পূর্ববর্তী উপকূলীয় শহর ওনসান থেকে বেশ কয়েকটি স্বল্প পরিসরের ক্ষেপণাস্ত্র সমুদ্রে নিক্ষেপ করেছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জয়েন্ট চীফ অফ স্টাফ জানায়, ক্ষেপণাস্ত্র দুটি ১৫০ মেইল দূরে আঘাত হানতে সক্ষম ও ৩৫ কিলোমিটার উচ্চতায় পৌঁছেছিল।

এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার তদারকি করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ায় দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র বার্ষিক যৌথ সামরিক মহড়া পিছিয়ে দেয়ার ঘোষণা দেয়ার পরই এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

চলতি বছরের শুরুর দিকে কিম জং উন পারমাণবিক ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিতকরণের যে সিদ্ধান্ত নিয়েছিল তা তুলে নেয়া হয়েছে। এর আগে গত বছরের নভেম্বরে সর্বশেষ একটি মিসাইল উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া।

   

মনোনয়নপত্র জমা দিলেন আসিফা ভুট্টো



ziaulziaa
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর কনিষ্ঠ কন্যা আসিফা ভুট্টো তার বাবার শূন্য সিন্ধু প্রদেশের একটি জাতীয় পরিষদের আসনে উপনির্বাচনের জন্য তার প্রার্থীতা দাখিল করেছেন।

এনডিটিভি জানিয়েছে, এর মাধ্যমে সংসদীয় রাজনীতিতে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে আসিফার।

উল্লেখ্য, ৩১ বছর বয়সি আসিফা কিছু সময়ের জন্য রাজনীতিতে সক্রিয় থাকলেও তার বাবা আসিফ আলি জারদারি উপযুক্ত সুযোগের অপেক্ষায় এতোদিন তাকে সংসদীয় রাজনীতি থেকে দূরে রেখেছিলেন।

জিও টিভি জানিয়েছে , সিন্ধু প্রদেশের শহীদ বেনজিরাবাদ জেলার এনএ-২০৭ আসনের উপনির্বাচনে অংশ নিতে রবিবার (১৭ মার্চ) মনোনয়নপত্র জমা দিয়েছেন আসিফা।

প্রসঙ্গত, আসিফ আলি জারদারি আসনটিতে জয়লাভ করলেও পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট হিসাবে অভিষেক হওয়ার পর আসনি শূন্য ঘোষণা করা হয়।

আসিফার চেহারার সঙ্গে তার মা বেনজিরের চেহারার সাদৃশ্য রয়েছে, যিনি ২০০৭ সালে রাওয়ালপিন্ডিতে বোমা হামলা ও আত্মঘাতী হামলায় নিহত হন।

আসিফা তখন কিশোরী ছিলেন এবং তার দুই বড় ভাই-বোন বখতাওয়ার এবং বিলাওয়ালের তুলনায় বেশি মানসিকভাবে ভুগছিল।

আসিফার বড় ভাই পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল এখন পিপিপির চেয়ারপারসন।

;

জাতিসংঘ সংস্থার প্রধানকে গাজায় প্রবেশ করতে দেয়নি ইসরায়েল



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি সোমবার (১৮ মার্চ) বলেছেন, যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজায় তার প্রবেশে বাধা দিয়েছে ইসরায়েল।

এদিকে, অবরুদ্ধ গাজা উপত্যকায় আসন্ন দুর্ভিক্ষের বিষয়ে সতর্ক করেছে জাতিসংঘ।

লাজারিনির অভিযোগের প্রতিক্রিয়ায় ইসরায়েল বলেছে, ‘গাজায় প্রবেশের ক্ষেত্রে ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেননি।’

প্রসঙ্গত, লাজারিনি গত মাসে বলেছিলেন, ‘ইসরায়েল ইউএনআরডব্লিউএ ধ্বংস করতে চায়।’

মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শউকরির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আজ রাফাহতে যাওয়ার ইচ্ছা ছিল এবং আমার প্রবেশের কথা জানানোও হয়েছিল। কিন্তু, ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে।’

তেল আবিব গত জানুয়ারিতে বলেছিল, ইউএনআরডব্লিউএ-র প্রায় ১৩ হাজার গাজান কর্মচারী ইসরায়েলে হামাসের গত ৭ অক্টোবরের হামলার সঙ্গে জড়িত।

লাজারিনি এক্স-এ লিখেছেন, ইসরায়েলি কর্তৃপক্ষ তাকে গাজায় প্রবেশ করতে দেয়নি।

ফিলিস্তিনের দখলিকৃত ভূখন্ডে বেসামরিক বিষয়গুলো পরিচালনাকারী ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সংস্থা সিওজিএটি এক্স-এ বলেছে, ‘লাজারিনি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেননি।’

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের ডেপুটি মুখপাত্র ফারহান হক জানিয়েছেন, ‘লাজারিনি এবং ইউএনআরডব্লিউএ-তে তার সহকর্মীরাসহ জাতিসংঘের সকল কর্মকর্তাদের গাজাজুড়ে অত্যাবশ্যক মানবিক কাজ করার প্রবেশাধিকার নিশ্চিত করা উচিত।’

ফারহান হক সাংবাদিকদের বলেন, ‘গুতেরেস অবশ্যই চান যে, লাজারিনি গাজার সমস্ত অঞ্চলজুড়ে ইউএনআরডব্লিউএ কার্যক্রম পরিচালনার সুযোগ পান।’

;

নতুন মেয়াদে পুতিনের প্রথম সফর চীনে



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আগামী মে মাসে চীন সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পঞ্চম মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর এটিই হতে যাচ্ছে পুতিনের প্রথম বিদেশ সফর।

মঙ্গলবার (১৯ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনের নিরঙ্কুশ বিজয়ে সোমবার (১৮ মার্চ) পশ্চিমারা পুতিনের পুনর্নির্বাচনকে অন্যায্য ও অগণতান্ত্রিক বলে নিন্দা করেছে। তবে চীন, ভারত ও উত্তর কোরিয়া তাকে অভিনন্দন জানিয়েছে।

মে মাসে পুতিন চীন সফর করবেন বলে নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে। আরেকটি সূত্র জানিয়েছে, পুতিনের চীন সফর সম্ভবত মে মাসের দ্বিতীয়ার্ধে হবে। দুটি সূত্র জানিয়েছে, পুতিনের সফর শি জিনপিংয়ের ইউরোপ সফরের আগে হবে।

রয়টার্সের প্রতিবেদন সম্পর্কে ক্রেমলিনকে প্রশ্ন করা হলে তারা জানায়, পুতিনের সফরের তথ্য সম্ভাব্য তারিখের কাছাকাছি সময়ে প্রকাশ করা হবে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, এই মুহূর্তে প্রেসিডেন্টের বেশ কয়েকটি বিদেশ সফর এবং বেশ কয়েকটি উচ্চ-পর্যায়ের যোগাযোগের প্রস্তুতি চলছে।

মার্কিন যুক্তরাষ্ট্র চীনকে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এবং রাশিয়াকে তার সবচেয়ে বড় জাতি-রাষ্ট্রের হুমকি হিসাবে চিহ্নিত করে।

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নির্বাচনের এ ফল নিয়ে কখনোই সন্দেহ ছিল না। কিন্তু পশ্চিমা গণমাধ্যমের চোখে এ ভোট ছিল সন্দেহজনক। এবারের নির্বাচনে জয়ী হয়ে টানা পঞ্চমবার ক্ষমতায় আসীন হচ্ছেন পুতিন।

ভূমিধস জয়ের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, অনেক পশ্চিমা দেশের চেয়ে রাশিয়ার গণতন্ত্র বেশি স্বচ্ছ। পুতিন বলেন, এটি স্বচ্ছ, একেবারেই বস্তুনিষ্ঠ। এই নির্বাচন যুক্তরাষ্ট্রের মেইল-ইন ভোটের মতো নয়, সেখানে ১০ ডলার দিয়ে একটি ভোট কেনা যায়।

;

যুদ্ধবিরতির আলোচনার জন্যে মিসর ও সৌদি আরব যাচ্ছেন ব্লিঙ্কেন



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ্যান্টনি ব্লিঙ্কেন গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা বাড়ানোর বিষয়ে আলোচনার জন্যে চলতি সপ্তাহে মিসর ও সৌদি আরব যাচ্ছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মঙ্গলবার (১৯ মার্চ) রয়টার্সকে এ তথ্য জানান।

মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘ব্লিঙ্কেন বুধবার জেদ্দায় সৌদি নেতৃবৃন্দের সাথে বৈঠক করবেন। এরপর তিনি বৃহস্পতিবার কায়রো যাবেন। সেখানে তিনি মিসরীয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন।’

এদিকে, ফিলিস্তিনের রাফাহ এবং গাজা উপত্যকার কেন্দ্রীয় অংশে ভোরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বহু ফিলিস্তিনি।

মঙ্গলবার (১৯ মার্চ) ভোরে ইসরায়েল এই হামলা চালায় বলে নিশ্চিত করেছেন ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা।

রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার ভোরে রাফাহ এবং গাজা উপত্যকার কেন্দ্রীয় অংশে ইসরায়েলি বিমান হামলায় ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার কর্মকর্তারা জানান, মিশরীয় সীমান্তের কাছে দক্ষিণ গাজার রাফাহ শহরে বেশ কয়েকটি বাড়ি এবং অ্যাপার্টমেন্টে ইসরায়েল হামলা চালায়। এই ঘটনায় ১৪ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন।

উল্লেখ্য, গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলার কারণে বাস্তুচ্যুত ১০ লাখেরও বেশি ফিলিস্তিনি বর্তমানে এই শহরটিতে আশ্রয় নিয়েছেন।

এ ছাড়া মধ্য গাজা উপত্যকার আল-নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে পৃথক বিমান হামলায় আরও ছয়জন নিহত হয়েছেন বলে চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন।

অন্যদিকে, গাজা শহর থেকে প্রায় ১৪ কিমি (৮.৬ মাইল) দক্ষিণে মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে বজ্রপাতের সঙ্গে বিস্ফোরণের মিশ্র শব্দ এবং বৃষ্টি তাঁবুর তৈরি ক্যাম্পে অবস্থানরত বাস্তুচ্যুত পরিবারগুলোর দুর্দশাও আরও বাড়িয়ে দিয়েছে।

দেইর আল-বালাহ শহর থেকে পাঁচ সন্তানের বাবা শাবান আবদেল-রউফ বলেন, ‘আমরা বৃষ্টির জন্য অপেক্ষা করতাম এবং (বৃষ্টি হতে) দেরি হলে আল্লাহর কাছে প্রার্থনা করতাম। আজ আমরা প্রার্থনা করছি যেন বৃষ্টি না হয়। আমরা বজ্রপাত এবং বোমা হামলার শব্দের মধ্যে আর পার্থক্য করতে পারছি না। বাস্তুচ্যুত মানুষ যথেষ্ট দুর্দশার মধ্যে রয়েছে।’

;