হেফাজত নেতা মুফতি জসিমকে ছুরিকাঘাত

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মুফতি জসিমউদদীন, ছবি: সংগৃহীত

মুফতি জসিমউদদীন, ছবি: সংগৃহীত

লালবাগ শাহী মসজিদের গেইটে অজ্ঞাত দুর্বৃত্তের ছুরিকাঘাতে মারাত্মক আহত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মুফতি জসিমউদদীন। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) আসরের নামাজের পর কর্মস্থল লালবাগ মাদরাসা থেকে লালমাটিয়ার বাসায় ফিরছিলেন তিনি।

বিজ্ঞাপন

দুর্বৃত্তরা পেছন দিক থেকে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মুফতি জসিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রেরণ করে।

মুফতি জসিমউদদীন লালবাগ মাদরাসার প্রবীণ মুহাদ্দিস ও পরিচালনা কমিটির সদস্য। তিনি ইসলামী ঐক্যজোটের প্রয়াত চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মুফতি ফজলুল হক আমিনির মেয়ের জামাই।

বিজ্ঞাপন

হেফাজতে ইসলাম কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ আলাদা আলাদা বিবৃতিতে এ ঘটনার তীব্র জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।