সারাদেশে কোরআন প্রতিযোগিতার আয়োজন করছে রাবেতাতুল হুফফাজ

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রাবেতাতুল হুফফাজের লোগো, ছবি: সংগৃহীত

রাবেতাতুল হুফফাজের লোগো, ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো সারাদেশে হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করছে হাফেজদের কল্যাণে প্রতিষ্ঠিত রাবেতাতুল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ। ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই প্রতিযোগিতা।

সংগঠনের সভাপতি সাইয়্যেদ মাহফুজুর রহমান জানিয়েছেন, সারাদেশে প্রায় ২০টি জোনে এই প্রতিযোগিতার অডিশন অনুষ্ঠিত হবে। আগামী ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে ফাইনাল প্রতিযোগিতা।

বিজ্ঞাপন

এই আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে সংগঠনের সভাপতি বলেন, সারাদেশে গ্রামে-গঞ্জে ছড়িয়ে থাকা মেধাবী হাফেজদের খুঁজে বের করতেই এই আয়োজন। প্রতিযোগিতায় বিজয়ীদের লক্ষাধিক টাকার পুরস্কার দেওয়া হবে বলে জানান তিনি।

রাবেতাতুল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ হাফেজদের কল্যাণে প্রতিষ্ঠিত একটি সংগঠন। সারাদেশে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শেখানো, দ্বীনি মাহফিলের আয়োজন, অসহায় ও দুঃস্থদের সেবায় কাজ করে থাকে সংগঠনটি। সম্প্রতি সংগঠনটির নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাইয়্যেদ মাহফুজুর রহমান। তিনি সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি। আর সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ নুরুল হুদা তুহিন।

বিজ্ঞাপন

অন্য দায়িত্বশীলগণ হলেন, সিনিয়র সহ-সভাপতি ফিরোজ আশরাফী, সহ সভাপতি মুহিবুল্লাহ রুশাইদ, আসাদ উল্লাহ উসমানী, খলিলুল্লাহ মাসুম, নুরুজ্জামান কাসেমী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ নেয়ামতুল্লাহ জাফরী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন সাব্বির, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সালমান রহমান, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাকিবুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু হানিফা, অর্থ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ সুলাইমান, প্রচার সম্পাদক মহিউদ্দিন আরাবী, সহ-প্রচার সম্পাদক তাওহিদুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ হুজাইফা, সহ-শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক আবুল ফাতাহ তুহিন। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- মুহাম্মদ আব্দুল বাছির নোমানী, মোহাম্মদ আবু দারদা, মোহাম্মদ নাজিম উদ্দিন পাঠান, মোহাম্মদ ইসহাক, মুহাম্মদ মাসুদ ও মোহাম্মদ সানি।