তুরস্কের প্রখ্যাত আলেমের লাশ বহন করলেন প্রেসিডেন্ট এরদোগান
বিভিন্ন দেশে মসজিদ নির্মাণ, নির্যাতিত মুসলিম সম্প্রদায়ের পক্ষে কথা বলে বরাবরই আলোচনায় থাকেন প্রেসিডেন্ট এরদোগান। এবার নিজ কাঁধে তুরস্কের এক বিখ্যাত আলেমের লাশবাহী খাটিয়া বহন করে আবারো নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন।
তুরস্কের বিশিষ্ট আলেম ও হাদিস বিশেষজ্ঞ শায়খ মুহাম্মাদ আমিন সিরাজের দাফন কাজে অংশ নেওয়া ও তার লাশবাহী খাটিয়া বহন নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক প্রশংসা করে খবর প্রকাশ করা হয়েছে।
বিংশ শতাব্দীর ধর্মহীন আধুনিক তুরস্কের পুনর্গঠনে ব্যাপক অবদান রেখেছিলেন নিভৃতচারী আলেম শায়খ আমিন সিরাজ। ১৯ ফেব্রুয়ারি ৯০ বছর বয়সে ইন্তেকাল করেন তিনি। ইস্তাম্বুলের আল ফাতিহ মসজিদে বিখ্যাত তুর্কি এই আলেমের নামাজে জানাজায় অংশ নিয়ে জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে শায়খ সিরাজের সঙ্গে দীর্ঘদিনের পরিচিতির কথাও জানান প্রেসিডেন্ট এরদোগান।
এছাড়া তার কাছে বিভিন্ন সময় যাতায়াত করতেন এবং তার নির্দেশনা শুনতেন বলেও জানান তিনি।
আধুনিক তুরস্কের ধর্মহীনতার বেড়াজালে যে নিভৃতচারী আলেমরা ইসলাম প্রসারে ব্যাপক ভূমিকা পালন করেন তাদের অন্যতম ছিলেন শায়খ আমিন সিরাজ। ইসলাম বিষয়ে লেখালেখি, গ্রন্থ সম্পাদনা, অনুবাদ, হাদিসের পাঠদান ও দাওয়াতসহ মুসলিম সমাজ পুনর্গঠনে নিজেকে সম্পৃক্ত রাখেন তুরস্কের এ মহান মনীষী।
শুক্রবার এক টুইট বার্তায় এরদোগান লেখেন, প্রখ্যাত আলেম শায়খ আমিন সিরাজ পুরো জীবন আল্লাহতায়ালার সন্তুষ্টি অর্জনে কাজ করেছেন। মহান আল্লাহর কাছে কামনা, তিনি যেন রহমতের ছায়ায় তাকে আবৃত করে নেন।
শায়খ মুহাম্মাদ আমিন সিরাজ তাফসির এবং হাদিস শাস্ত্রে বিশেষ দক্ষতাসম্পন্ন আলেম ছিলেন। মাত্র সাত বছর বয়সে মুখস্থ করেন পবিত্র কোরআন। মিসরের আল আজহার ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন তিনি। তার ইন্তেকালে তুরস্কের পাশাপাশি বিভিন্ন দেশের ইসলামি স্কলাররা শোক ও সমবেদনা জানিয়েছেন।