প্রস্তুতি হিসেবে হজযাত্রীদের করোনার টিকা নেওয়ার আহ্বান

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পবিত্র কাবা তাওয়াফ করছেন এক নারী, ছবি: সংগৃহীত

পবিত্র কাবা তাওয়াফ করছেন এক নারী, ছবি: সংগৃহীত

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে বিদেশিরা ২০২০ সালের পবিত্র হজে অংশ নিতে পারেননি। করোনা সংক্রমণের কারণে গত বছর মাত্র কয়েক হাজার মানুষ হজে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন। সম্প্রতি সৌদি সরকার ২০২১ সালে হজ পালনকারীদের জন্য করোনার টিকা বাধ্যতামূলক ঘোষণার পর আগাম প্রস্তুতি হিসেবে বাংলাদেশি হজযাত্রীদের করোনার টিকা গ্রহণের আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৬ মার্চ) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালে হজ গমনের আগাম প্রস্তুতি হিসেবে সরকারি ও বেসরকারি সিস্টেমে নিবন্ধিত ১৮ বছরের ঊর্ধ্বে ও ৪০ বছরের নিম্নে ৪ হাজার ৮৩৩ জন এবং ৪০ বছরের ঊর্ধ্বে ৫৫ হাজার ৮৭৩ জন মোট ৬০ হাজার ৭০৬ জন নিবন্ধত হজযাত্রীকে কোভিড-১৯ এর টিকা গ্রহণ করতে হবে। টিকা কার্ডে ট্র্যাকিং নম্বর, নাম, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম, জাতীয় পরিচয় পত্র নম্বর, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, লিঙ্গ, মোবাইল নম্বর, হজ এজেন্সির লাইসেন্স নম্বর ও হজ এজেন্সির নাম ইত্যাদি তথ্য উল্লেখ থাকবে।

স্বাস্থ্য সেবা বিভাগের মাধ্যমে মার্চ মাসের মধ্যে কোভিড-১৯ টিকার প্রথম ডোজ এবং মে মাসের মধ্যে কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, হজে গমন করতে হলে কোভিড-১৯ এর টিকা গ্রহণ বাধ্যতামূলক মর্মে রাজকীয় সৌদি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গেজেট প্রকাশিত হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী তওফিক বিন ফাওজান বিন মোহাম্মদ আল রাবিয়াহ জানিয়েছেন, ‘এবারের হজে অংশ নিতে অবশ্যই করোনাভাইরাসের টিকা নেওয়ার প্রমাণ থাকতে হবে।’

চাঁদ দেখা সাপেক্ষে এবার জুলাই মাসের ২০ তারিখে হজ অনুষ্ঠিত হবে। প্রতিবছর বাংলাদেশ থেকে এক লাখের বেশি মানুষ হজে অংশ নিয়ে থাকেন।