ওমরা যাত্রীদের সেবায় প্রযুক্তির প্রদর্শনী

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইলেকট্রিক গাড়িতে তাওয়াফ করছেন দুই মুসল্লি

ইলেকট্রিক গাড়িতে তাওয়াফ করছেন দুই মুসল্লি

দুবাইয়ে চলছে ২০২১ সালের জিআইটিইএক্স প্রযুক্তি প্রদর্শনী সপ্তাহ। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্যাভিলিয়নের মাধ্যমে তাতে অংশ নেয়। এতে পবিত্র কাবা প্রাঙ্গণে হজ, ওমরাযাত্রী ও দর্শনার্থীদের প্রযুক্তিনির্ভর প্রদত্ত পরিষেবার বিভিন্ন সরঞ্জামাদি প্রদর্শিত হয়।

দুবাইয়ের প্রযুক্তি প্রদর্শনীতে অংশ নিয়ে সৌদি মন্ত্রণালয় অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর হজ ও ওমরাযাত্রীদের সেবার চিত্র তুলে ধরে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ‘মাশায়ের’ প্ল্যাটফর্ম ব্যবহার করে হজযাত্রীদের সেবা দেওয়া হয়।

বিজ্ঞাপন

সেবা নিশ্চিত করতে হজযাত্রীদের স্মার্ট কার্ড দেওয়া হয়। এর মাধ্যমে সব মুসল্লির তথ্য সরবরাহ করা যায়। স্মার্ট কার্ডের সাহায্যে ভ্রমণ ও শারীরিক অবস্থার সব তথ্য পাওয়া যায়, যা করোনা সংক্রমণ রোধে সাফল্য বয়ে আনে। ফলে খুব সহজেই মুসল্লিরা সব ধরনের সুযোগ-সুবিধা লাভ করেন।

গত ১৭ অক্টোবর করোনা মহামারির প্রাদুর্ভাবের পর প্রথমবারের মতো সতর্কতামূলক কঠোর বিধি-নিষেধ শিথিল করে সৌদি আরব। সামাজিক দূরত্ব তুলে নিয়ে পবিত্র মসজিদে হারাম ও মসজিদে নববিতে প্রথম নামাজ অনুষ্ঠিত হয়। মুসল্লিরা করোনা টিকার ডোজ সম্পন্ন করায় স্বাভাবিক পরিস্থিতির মতো নামাজ শুরু হয়েছে। তবে মুসল্লিদের ‘তাওয়াক্কালনা’ অ্যাপের মাধ্যমে নামাজ, ওমরা ও জিয়ারতের অনুমোদন নিতে হবে। তা ছাড়া মসজিদের ভেতর সব সময় সব স্থানে মুসল্লি ও কর্মীদের আগের মতোই মাস্ক পরতে হবে।

বিজ্ঞাপন

২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি ওমরা পালনে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর কারফিউ জারি করে সব ধরনের কার্যক্রম বন্ধ করার পাশাপাশি সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিষেবা স্থগিত করা হয়েছিল।