হজে অনিয়ম করায় শাস্তি পেল ৪ এজেন্সি

  • ইসলাম ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হজে অনিয়ম করায় শাস্তি পেল ৪ এজেন্সি, ছবি: সংগৃহীত

হজে অনিয়ম করায় শাস্তি পেল ৪ এজেন্সি, ছবি: সংগৃহীত

পবিত্র হজের সময় নানা অনিয়ম করার অভিযোগে বেসরকারি চার এজেন্সিকে দণ্ড দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এর মধ্যে তিন হজ এজেন্সিকে আর্থিক জরিমানা ও এক এজেন্সিকে তিরস্কারের দণ্ডের পাশাপাশি ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় থেকে দেওয়া পৃথক প্রজ্ঞাপনে এসব এজেন্সিকে শাস্তির কথা জানা গেছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়, বেসরকারি হজ এজেন্সি সাবওয়ে ট্রাভেলস অ্যান্ড হলিডেজের (হজ লাইসেন্স নম্বর: ১২৩৩) বিরুদ্ধে প্রতিশ্রুতি অনুযায়ী হোটেল না দেওয়া, নিম্নমানের হোটেলে রাখা, গাইড না দেওয়া, জিয়ারা (মক্কা-মদিনার ঐতিহাসিক স্থান পরিদর্শন) না করানো, নিম্নমানের খাবার পরিবেশন এবং খারাপ আচরণসহ নানা অভিযোগ প্রমাণিত হওয়ায় ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হলো।

জরিমানার অর্থ অভিযোগকারীদের সমানহারে ক্ষতিপূরণ দিয়ে ১৫ কার্যদিবসের মধ্যে পরিশোধ করে প্রমাণক ধর্ম মন্ত্রণালয়ে জমা দেওয়ার আদেশ দেওয়া হয় প্রজ্ঞাপনে।

বিজ্ঞাপন

আরেক প্রজ্ঞাপনে বলা হয়, লাকি ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের (হজ লাইসেন্স নম্বর: ২৬৮) বিরুদ্ধে মোস্তফা কবির হাবিব এবং তার স্ত্রী শামীমা আক্তার অভিযোগ দাখিল করেন।

অভিযোগে তারা বলেন, সংক্ষিপ্ত প্যাকেজের কথা বলে প্রাক-নিবন্ধনের জন্য ৬২ হাজার টাকা এবং পাসপোর্টসহ মোট আট লাখ টাকা নেন। হজযাত্রীদের ফ্লাইটের টিকিট নিয়ে এজেন্সি ভোগান্তি করেছে। ফ্লাইটের টিকিট পরিবর্তনের কথা বলে অতিরিক্ত ৯০ হাজার টাকা গ্রহণ করা, মক্কায় নিম্নমানের হোটেলে রাখা হয়।

তদন্ত কমিটি এই অভিযোগের সত্যতা পেয়েছে এবং প্রতিবেদন দাখিল করেছে। এ অবস্থায় হজ ও উমরা ব্যবস্থাপনা আইন, ২০২১ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হলো। আগামী ১৫ দিনের মধ্যে এ অর্থ হজযাত্রীদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার আদেশ দেওয়া হলো।

এছাড়া বেসরকারি এজেন্সি উল্লাস ট্যুরস এন্ড ট্রাভেলস (হজ লাইসেন্স নং: ১২৭৭)-এর বিরুদ্ধে লিড এজেন্সি হিসেবে যথাযথ দায়িত্ব পালন না করাসহ হজযাত্রীদের যথাযথ প্রশিক্ষণ, সৌদি আরবের নিয়ম-কানুন সঠিকভাবে অবহিত না করে হজে প্রেরণের দায়ে তিরস্কার দণ্ড এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

একই প্রজ্ঞাপনে সমন্বয়কারী হজ এজেন্সি ইউরোপা ট্রাভেলস (হজ লাইসেন্স নং: ১৩৫২)-এর হজযাত্রীর লাগেজে নিষিদ্ধ পণ্য (তামাক পাতা ও জর্দা) বহন করায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় পঞ্চাশ হাজার টাকা জরিমানার কথা বলা হয়।

নির্ধারিত সময়ের মধ্যে জরিমানার অর্থ দিতে ব্যর্থ হলে এজেন্সির ইউজার আইডি ও পাসওয়ার্ড বন্ধ করার আদেশ দেওয়া হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।