সগিরা মোর্শেদ হত্যার ৫ আসামি বললেন ‘আমরা নির্দোষ’
তিন দশক আগে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় দুষ্কৃতিকারীদের গুলিতে সগিরা মোর্শেদ সালাম হত্যা মামলার ৫ আসামি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চেয়েছেন।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) ঢাকার বিশেষ দায়রা জজ মোহাম্মদ আলী হোসাইনের আদালতে আত্মপক্ষ সমর্থন করে তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।
আদালত আগামী ১৮ ডিসেম্বর যুক্তিতর্ক শুনানির তারিখ ধার্য করেছেন।
আসামিরা হলেন, সগিরা মোর্শেদের ভাসুর ডা. হাসান আলী চৌধুরী, জা সায়েদাতুল মাহমুদা ওরফে শাহিন, শ্যালক আনাছ মাহমুদ রেজওয়ান, মারুফ রেজা ও মন্টু মন্ডল।
বাদীপক্ষের আইনজীবী ফারুক আহাম্মদ এ তথ্য জানান।
মামলাটিতে ৫৭ জন সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।
২০২০ সালের ২ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু হয়।
১৯৮৯ সালের ২৫ জুলাই বিকেলে সিদ্ধেশ্বরীর ভিকারুননিসা নূন স্কুলের সামনে সগিরা মোর্শেদকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় রমনা থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন তার স্বামী সালাম চৌধুরী।
২০১৯ সালের ১৬ জানুয়ারি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম আদালতের চার্জশিট দাখিল করেন।