কারাগারে অসুস্থ ইশরাক, রিমান্ড শুনানি পেছালো

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কারাগারে অসুস্থ ইশরাক, রিমান্ড শুনানি পেছালো

কারাগারে অসুস্থ ইশরাক, রিমান্ড শুনানি পেছালো

কারাগারে অসুস্থ বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বৃহস্পতিবার (৩০ মে) রিমান্ড শুনানি থাকলেও তাকে আদালতে হাজির করা হয়নি।

পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক আলমগীর হোসেন জানান, বৃহস্পতিবার (৩০ মে) ইশরাকের উপস্থিতিতে বাইডেনের ভুয়া উপদেষ্টাকাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শুনানির জন্য দিন ছিল। তবে ইশরাক অসুস্থ থাকায় তাকে আদালতে হাজির করা হয়নি। আগামি ১৩ জুন রিমান্ডের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

গত ১৯ মে ইশরাক ১২ মামলায় জামিন চেয়ে আবেদন করেন। ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন ১১টি মামলায় জামিন দিলেও পল্টন থানার রাষ্ট্রদ্রোহের মামলায় নামঞ্জুর করেন।

২৬ মে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. কবির হোসেন হাওলাদার ওই মামলায় ইশরাকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

মিথ্যার আশ্রয় নিয়ে দেশকে অস্থিতিশীল করতে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে গত ২৯ অক্টোবর মহিউদ্দিন শিকদার নামে এক ব্যক্তি বাদি হয়ে রাজধানীর পল্টন থানায় মামলা করেন। মামলায় মিয়ান আরেফিসহ অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান সারওয়ার্দী, বিএনপি নেতা ইশরাক হোসেনকে আসামি করা হয়।