ইভ্যালি’র রাসেল দম্পতির এক বছরের কারাদণ্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের চেক প্রতারণার একটি মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল এবং তার স্ত্রী শামীমা নাসরিনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই রায়ে তাদের দুজনকে এক লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২ জুন) চট্টগ্রামের যুগ্ম মহানগর দায়রা জজ সপ্তম আদালতের বিচারক মো. মহিউদ্দীন এ আদেশ দেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী শাহরিয়ার ইয়াসির আরাফাত।

তিনি বার্তা২৪.কমকে বলেন, ২০২১ সালে বাদী জসিম উদ্দিন আবিদ ইভ্যালির সিইও রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে চেক বাউন্স বা ডিজ-অনারের অভিযোগ এনে আদালতে একটি মামলা করেন। সেই মামলায় বিজ্ঞ বিচারক তাদের উভয়কে এক বছর করে কারাদণ্ড এবং ১ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন। একই সঙ্গে দুজনের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।

আদালত সূত্র জানায়, ২০২১ সালের এপ্রিল মাসে নগরের পাঁচলাইশ হামজারবাগ এলাকার বাসিন্দা জসিম উদ্দিন মোটরসাইকেল কেনার জন্য ইভ্যালিকে ১ লাখ ৮০ হাজার টাকা দেন। কিন্তু ইভ্যালি তাকে মোটরসাইকেল বুঝিয়ে দেয়নি। পরে একটি চেক দিয়েছিল ইভ্যালি। সেই চেক ব্যাংকের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়।

এই ঘটনায় ভুক্তভোগী জসিম বাদী হয়ে ২০২১ সালের ২ অক্টোবর চট্টগ্রাম আদালতে রাসেল ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন। রোববার আদালত এই রায় ঘোষণা করেন।