বাবাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা
  • |
  • Font increase
  • Font Decrease

আদালত

আদালত

সাতক্ষীরায় বাবা মুনসুর সরদারকে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে হত্যার দায়ে ছেলে আবু হানিফকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৯ জুন) সাতক্ষীরা অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রাকিবুল ইসলাম এ রায় দেন।

বিজ্ঞাপন

সাজাপ্রাপ্ত আবু হানিফ সাতক্ষীরা সদর উপজেলার রেউই গ্রামের মৃত মুনসুর সরদারের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, মুনসুর সরদার কাজ করতেন না। এ নিয়ে পরিবারে অশান্তি লেগেই থাকতো। ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর দুপুরে আবু হানিফ কাজ থেকে বাড়িতে ফিরে দেখেন তার বাবা মুনসুর সরদার বারান্দায় বসে আছেন। মুনসুর সরদার কাজে না যাওয়ায় ছেলে আবু হানিফ ক্ষিপ্ত হয়ে রান্না ঘর থেকে বঁটি নিয়ে এসে তার বাবার বুকে কোপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত একমাত্র আসামি আবু হানিফকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আবু হানিফ আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা আদালতের এপিপি অ্যাড. সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু এ তথ্য নিশ্চিত করেছেন।